December 11, 2024

উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের "নন্দন" আয়োজন করেছে পুষ্প মেলার

1 min read
রাজু রায়, রায়গঞ্জ [বর্তমানের কথা ]ঃশীত বেড়াবার সময়, শীত চড়ুইভাতির সময়, শীত ফুলের সময়। চন্দ্রমল্লিকা, ডালিয়া, গোলাপের রূপে মাতোয়ারা হওয়ার সময়। নগর সভ্যতার ইট, কাঠ, পাথরের শুষ্ক পরিবেশে মন যখন অবসাদগ্রস্ত তখনই উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের “নন্দন” আয়োজন করেছে পুষ্প মেলার। আজ রায়গঞ্জ করোনেশন হাইস্কুল প্রাঙ্গনে উদ্বোধন হলো বার্ষিক ফুলমেলার।  এই মেলা এবছর  ৩২ তম বর্ষে পদার্পন করেছে।এই মেলা ৪ দিন ধরে চলবে ।    পুষ্পমেলার উদ্বোধন করলেন রায়গঞ্জের বিশিষ্ট সমাজসেবী তারাশঙ্কর ভট্টাচার্য। রায়গঞ্জ শহরের বিভিন্ন এলাকা বাড়ি থেকে আনা শয়ে শয়ে ফুলের টবে হাজারো রঙি

ন ফুলের সমারোহে পুষ্প প্রদর্শনীতে আসা মানুষেরা পেল নির্মল আনন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *