নিউদিল্লী(বর্তমানের কথা): এবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও সংসদের বাজেট অধিবেশন শুরুর অভিভাষণে লোকসভা ও বিধানসভা ভোট একসঙ্গে করার উপর বিশেষ জোর দেওয়ার পরই প্রবল জল্পনা শুরু হয়েছে, ২০১৯ সালের লোকসভা ভোট কি তবে এগিয়ে আনা হচ্ছে? এই বছরের দ্বিতীয়ার্ধে বেশ কিছু রাজ্যে বিধানসভা ভোট হতে চলেছে। মুখে স্বীকার না করলেও সেই ভোটগুলির সঙ্গেই লোকসভা ভোট করে ফেলা যায় কিনা তা নিয়ে বিজেপির মধ্যে আলোচনা হয়েছে। এই চর্চাকে আরও বাড়িয়েছে গতকাল রাষ্ট্রপতির ভাষণের পর এনডিএর বৈঠকে প্রধানমন্ত্রীর তার্যপূর্ণ বার্তা। তিনি বৈঠকে বলেছেন, একসঙ্গে যাতে লোকসভা ও বিধানসভা ভোট করা যায় তার পক্ষে জনমত তৈরি করতে প্রত্যেক এমপির উচিত নিজেদের কেন্দ্রে গিয়ে প্রচার করা। প্রধানমন্ত্রী আরও বলেছেন, দেশবাসীকে বোঝাতে হবে সর্বক্ষণ দেশের কোনও না কোনও প্রান্তে এক অথবা একাধিক নির্বাচন হলে তা উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাই এবার সময় এসেছে যাতে একসঙ্গেই বিধানসভা ও লোকসভা ভোট সম্পন্ন হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *