October 4, 2024

বিইএলে ঝড়ো ব্যাটিং

1 min read

জয়ন্ত বোস , বর্তমানের কথা:-  আইপিএল , আইএসএল , আইসিএল এর পর শুধু  বাংলার মানুষ নয় ভারতের জনগণ দেখলো বিইএল – মানে বেঙ্গল ইলেকশন লীগ.বর্তমানে আইসিএল -ইন্ডিয়ান ক্রিকেট লীগ আসর বসার আগে বিভিন্ন টিম ম্যানেজমেন্টগুলি তাদের টিম সাজানোর মাধ্যমে ট্রফি জিতবার লক্ষ্যে এবং  মাত্র ২০ ওভারে ভালো ব্যাটিং, বোলিং , ফিল্ডিং করে দর্শকদের মনোরঞ্জন করবার জন্যে কোটি কোটি টাকা খরচ করে নামিদামি প্লেয়ারদের তাদের টিম সাজিয়েছেন সেখানে ঝড়ো ব্যাটিং , বোলিং , দুর্দান্ত ফিল্ডিং করা প্লেয়াররা কে কখন সাকসেস কিংবা ফ্লপ করবেন সেতো আগামীদিনই দেখতে পাবেন তবে আজ ১লা ফেব্রুয়ারি গোটা বাংলা তথা ভারতবর্ষ এর জনগণ দেখলো বিইএল মানে বেঙ্গল ইলেকশন লীগ. সকাল ৮টা থেকে শুরু হয়েছিল নোয়াপাড়া বিধানসভা ও উলুবেরিয়া লোকসভা কেন্দ্রের বাই ইলেকশনের গণনা. সেখানে তৃণমূল কংগ্রেসের ঝড়ো ব্যাটিং , ফিল্ডিং ও বোলিং এ কাঠখুড়োর মতো উড়ে গেল বিইএল এ খেলতে আসা বিজেপি , সিপিএম ও কংগ্রেসের মতো রাজনৈতিক টিমগুলি. কারণ হিসাবে বাংলার জনগণ বলছেন টিএমসি দলের টিম ম্যানেজমেন্টের ম্যানেজারের টেকনিক্যালি পলিটিক্যাল ট্রিপস আর এই ট্রিপস কিছুই না , সেটা হলো সারা বছর ধরে মানুষের পাশে থেকে কাজ করে যাওয়া. আর এই কাজের মধ্যেই বাংলার মানুষের আস্থা , ভরসা , বিশ্বাস অর্জন করতে পেরেছে টিম টিএমসি এবং এই দলের ম্যানেজার মমতা ব্যানার্জী. টিএমসির ঝড়ো  ব্যটিং , বোলিং ও ফিল্ডিংয়ের কাছে নাজেহাল হয়ে পরাজিত দলগুলির টিম ম্যানেজাররা বলতে শুরু করেছেন টিম টিএমসি দলে ১১জন প্লেয়ারই অলরাউন্ডার.তাদের মধ্যে কন্যাশ্রী , সবুজসাথী , জুবশ্রী , খাদ্যসাথী , শিক্ষাশ্রী , সমব্যাথী , গতিধারা , কর্মতীর্থ , শিশুসাথী , লোকপ্রসার , মুক্তিধারা এরা  সকলেই আছে . 
.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *