December 12, 2024

সিকিমের পথে আলাদা বৈচিত্রের পরিচয়

1 min read
দেবাঞ্জলী চক্রবর্তী, কলকাতা, বর্তমানের কথা:-  গ্যারেন্টি সহ একটি নতুন জায়গার পরিচয় করাবো।কেউ যদি এখনে গিয়ে থাকেন জানবেন।
যারা সিকিমের পেলিং রাবাংলা ইত্যাদি জায়গায় গেছেন ,তাদের সবাইকেই জোরথাঙ ব্রিজের উপর দিয়ে যেতে হয় ।কিন্তু  প্রায় অনেকেরই  অজানা সিকিমের এই জায়গাটি থেকে মাত্র আট কিলোমিটার দূরে একটা স্বর্গের মত সুন্দর একটি জায়গা  আছে । যেখানে আছে দুটি ভিন্ন রঙের নদী রংগিত আর রথক এর মিলন স্থল ।যেখানে আপনারা চোখে পড়বে একটি ঝুলন্ত ব্রীজ । ছোট্ট পাহাড়ি গ্রাম । 
নাম তার সামাতার। অপরূপ সৌন্দর্যের ঝুলি । নদীর গা ঘেষে একটা বিলাস বহুল রিসর্ট ।  যা মধ্যবিত্তের নাগালের মধ্যে । আর গ্রামবাসীর  সাদর অভ্যর্থনা । রিসর্টে বাগান, সুইমিং পুল, রেস্তোরাঁ, বার সবই আছে।3 কি.মি দূরে আরো একটি রিসর্ট আছে। চারিদিক শান্ত স্নিগ্ধ নদীর জলতরঙ্গ- প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য দেখে মনের অজান্তেই আপনার মন গুনগুনিয়ে উঠবে-” সেই যে হলুদ পাখি, বসে জানালায় গাছের ডালে/ করতো ডাকাডাকি আমার শৈশবের সকালে” অথবা ” দিল গার্ডেন গার্ডেন হো গিয়া ” কিন্ত কথায় বলে সময়ের সাথে তাল মেলানো বড্ড কঠিন, এখানে এলে সময় বুলেট  গতিতে চলে ।
 প্রকৃতি ফটোগ্রাফারদের কাছে এ যেন  স্বর্গরাজ্য ।
যাবেন কিভাবে: নিউ জলপাইগুড়ি থেকে জোরথাঙ ব্রীজ পার করে নয়া বাজার লেক সি রোড ধরে 5 কি.মি যাওয়ার পর ডানদিকে একটা রাস্তা নেমে  যাবে-  প্রথমেই পড়বে maruti suzuki sevice Center আর তার থেকে আরও কিছুটা এগিয়ে গেলে hanging bridge। সেখানেই আশেপাশে আছে রিসর্টগুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *