তপন চক্রবর্তী কালিয়াগঞ্জ উত্তরদিনাজপুর জেলার কালিয়াগঞ্জ রশিদপুর পৌর স্টেডিয়ামে স্পোটিং ইউনিয়ন ক্লাবের উদ্যগে শুক্রবার শুরু হল ক্ষিতিস চন্দ্র সর কার ও পরিমল রানী সরকার চ্যাম্পিয়ান ট্রফি ও বসন্ত দাস রানার্স ট্রফির তিনদিনের আট দলীয় নকআউট ক্রিকেট খেলা।খেলার উদ্বোধন করেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্র পাল।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মহ জ্যাকা রিয়া।ক্লাব সম্পাদক গৌরী শঙ্কর সাহা জানান তাদের এই ক্রিকেট খেলায় দুই দিনাজপুর জেলার মোট আটটি দল অংশ গ্রহন করবে।তিনি আরো জানান খেলায় চ্যাম্পিয়ন দলকে 15হাজার ও রানার্স দলকে 10হাজার টাকা প্রাইজ মানি দেওয়া ছাড়াও ম্যান অফ দ ম্যাচ ও সেরা বোলার কে পুরস্কৃত করা হবে।কালিয়াগঞ্জ পৌর স্টেডিয়ামের ক্রিকেট খেলাকে ঘিরে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।