November 13, 2024

সুবর্ণ জয়ন্তী বর্ষ ২০১৮- উতসবে ডালিমগা উচচ বিদ্যালয়

1 min read
জয়ন্ত বোস , বর্তমানের কথা :- উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ২নং ধনকোল অঞ্চলের ডালিমগায় অবস্থিত ডালিমগা উচচ বিদ্যালয় (উঃ মাধ্যমিক ) ৫০ বত্সরে পদার্পণ করলো. ১৯৬৮সালে ডালিমগা ও পার্শ্ববর্তী এলাকার সেই সময়ের শিক্ষানুরাগী ব্যেক্তিরা যেমন প্রভাষ কুমার মজুমদার , গোবিন্দ প্রসাদ সরকার , পূর্ণেন্দু সরকার , মণীন্দ্র নাথ সরকার , হেমন্ত কুমার দাস , খুকুরানী রায় , অমৃতলাল দাস , দীনেশ চন্দ্র দাস ইনাদের সকলের জমি দান করে গড়ে উঠেছিল বর্তমানের পাকা বিল্ডিং এর ডালিমগা উচচ বিদ্যালয়. জমিদাতাদের মধ্যে একমাত্র জীবিত আছেন অশতিপর বৃদ্ধ আনুমানিক ৮০ বছরের দীনেশ চন্দ্র দাস . উনি বললতে চাইলেও বয়সের ভারে বলতে পারছিলেন না বিদ্যালয়ের ইতিহাস তবে জমিদাতাদের মধ্যে স্বর্গীয় গোবিন্দ প্রসাদ সরকারের পুত্র এবং এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র গৌতম সরকার বিদ্যালয় সম্পর্কে অনেক কথাই জানালেন . বিদ্যালয়ের প্রতিষ্টা লগ্নের প্রধান শিক্ষক ছিলেন শ্রী শ্রীপতি চন্দ্র বর্মণ আজ তিনি অবসর গ্রহণ করে বাকি জীবন কাটাচ্ছেন. বর্তমানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালিয়াগঞ্জ বাসিন্দা শ্রী মনতোষ মোদক এবং বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি  বিবেক সরকার . জমিদাতাদের মধ্যে স্বর্গীয় প্রভাষ মজুমদারের সহধর্মিণী উমা দেবীর নামে উমা সুন্দরী উচচ বিদ্যালয় নামকরণ হওয়ার কথা ছিল কিন্তু তা না হয়ে ডালিমগা উচচ বিদ্যালয় নামেই নামকরণ হয়ে এসছে..  এই বছর ২০১৮ সালে বিদ্যালয়ের ৫০বত্সর উপলক্ষে সুবর্ণ  জয়ন্তী বর্ষ উদ্-যাপণ হচ্ছে বিদ্যালয় প্রাঙ্গণে .৩০শে জানুয়ারি বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে বর্ণাঢ্য শোভযাত্রা দিয়ে শুরু হয় সুবর্ণ  জয়ন্তী উতসব , তারপর ৩১শে জানুয়ারি থেকে শুরু হয়েছে ছাত্র ছাত্রী,  লোকাল শিল্পী ও বহিরাগত শিল্পী সমন্বয়ে সাংস্কৃতিক মূলক অনুষ্টান . আজ বিদ্যালয়ের সুবর্ণ  জয়ন্তী উতসবের শেষ দিন. সমাপ্তি অনুষ্টানে অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত হয়েছেন সঙ্গীত পরিবেশনের জন্য সারেগামা খ্যাত মেখলা দাসগুপ্ত .প্রচুর দর্শকের সমাগমেডালিমগা উচচ বিদ্যালয়ের  সুবর্ণ জয়ন্তী উতসবের সান্ধ্য  সমাপ্তি অনুষ্ঠান জমজমাট আসরে পরিণত হয়েছে.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *