October 4, 2024

অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হল ভারত

1 min read

বর্তনমানের কথা ঃ-  অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হল ভারত। আজ  ভারত বিশ্বকাপ জিতে এই টুর্নামেন্টে সর্বাধিক খেতাব জয়ের নজির গড়ল।নিউজিল্যান্ডের বেওভাল মাঠে আজ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। শুরু থেকেই বাংলার পেসার ঈশান পোড়েল, শিবা সিং, কেএল নাগারকোটিদের দাপুটে বোলিংয়ের সামনে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে অজিরা। নির্ধারিত ৫০ ওভারের আগেই ৪৭.২ ওভারেই ২১৬ রানে সকলে আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। তাদের ইনিংসে রান পেয়েছেন মেরিও ৭৬ রান(১০২ বলে)। ভারতের হয়ে ঈশান পোড়েল, শিবা সিং, কেএল নাগারকোটি ও অনুকূল রায় ২টি করে উইকেট পান। একটি উইকেট নেন শিভম মাভি।এরপর জয়ের জন্য ২০৭ রানের টার্গেট নিয়ে খেলতে নামে ভারত। কেবল অধিনায়ক পৃথ্বী সাউ (২৯) এবং শুভম গিলের (৩১) উইকেট হারিয়ে মূলতঃ মনজিৎ কালরার ব্যাটে (অপরাজিত ১০২ বলে ১০১ রানের ইনিংস)ভর করেই ৩৮.৫ ওভারেই প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। তবে তাঁকে যোগ্য সহযোগিতা করেন হার্ভিক দেশাই (অপরাজিত ৬১ বলে ৪৭ রানের ইনিংস )। এই বিশ্বকাপে ম্যান অফ দ্যা টুর্ণামেন্ট হলেন শুভমান গিল এবং ফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচ মনজিৎ কালরা।ভারত ও অস্ট্রেলিয়া, দু’টি দেশই এর আগে তিনবার করে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে। ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের নজির শুরু ২০০২ সালে মহম্মদ কাইফের নেতৃত্বে। তারপর ২০০৮ সালে ভারতকে এই খেতাব এনে দেন বিরাট কোহলি। এরপর ২০১২ সালে উন্মুক্ত চাঁদ ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করেন। এবার অসিদের হারিয়ে বিশ্বজয় করল পৃথ্বী সাউয়ের নেতৃত্বাধীন দ্বাবিড় ব্রিগেড। ফাইনালে বৃষ্টির কোনও পূর্বাভাস না থাকলেও ভারতীয় ইনিংস শুরু হতেই নামে বৃষ্টি। বন্ধ হয়ে যায় খেলা। তবে দর্শকদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। অল্পকিছুক্ষণেই শুরু হয় ম্যাচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *