রায়গঞ্জ থানার সুভাষগঞ্জ এলাকায় প্রেমে প্রত্যাখ্যান আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করল এক যুবক
1 min readNotice: Trying to get property 'post_excerpt' of non-object in /home2/tektechx/bartamanerkatha.in/wp-content/themes/newsphere/inc/hooks/hook-single-header.php on line 67
বর্তমানের কথা :- রায়গঞ্জ থানার সুভাষগঞ্জ এলাকায় প্রেমে প্রত্যাখ্যানআগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করল এক যুবক।জানা যায় যুবকের নাম রমেশ চৌহান(২০)। পেশায় রাজমিস্ত্রী সে।জানা গিয়েছে, এরমধ্যেই বিয়ে হওয়ার কথা ছিল তাদের। কিন্তু আজ কাজ সেরে বাড়ি ফেরার পথে রাস্তায় প্রেমিকার সঙ্গে দেখা করার সময় প্রেমিকা জানায় সে আর রমেশকে ভালোবাসে না। প্রেমিকার মুখে এমন কথা শুনে নিজের বাড়িতে পৌঁছেই গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরায় রমেশ। চিৎকার শুনে ছুটে আসে পর
িবার পরিজনেরা। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভরতি করা হয়েছেল রমেশকে। চিকিত্সকেরা জানিয়েছে, ৯৫ শতাংশ পুড়ে গিয়েছে রমেশের। বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে।ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
িবার পরিজনেরা। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভরতি করা হয়েছেল রমেশকে। চিকিত্সকেরা জানিয়েছে, ৯৫ শতাংশ পুড়ে গিয়েছে রমেশের। বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে।ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।