মোবাইল কানে নিয়ে গাড়ি চালানোয় উত্তর ২৪ পরগণার বারাকপুর অঞ্চলে একশরও বেশি গাড়ি চালকদের লাইসেন্স বাতিল করা হয়েছে
1 min readমোবাইল কানে নিয়ে গাড়ি চালানোয় উত্তর ২৪ পরগণার বারাকপুর অঞ্চলে একশরও বেশি গাড়ি চালকদের লাইসেন্স বাতিল করা হয়েছে । পথচারীদের ক্ষেত্রেও কানে মোবাইল নিয়ে রাস্তা পার হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বারাকপুরে পথ নিয়াপত্তা সপ্তাহের সূচনা করে বারাকপুরের পুলিশ কমিশনার রাজেশ কুমার সিং এই খবর জানিয়ে বলেন, বারাকপুর- কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে বিটি রোডের গুরুত্বপূর্ণ মোড় গুলিতে ওয়াচ টাওয়ার এবং গাড়ির গতি নিরুপন যন্ত্র বসানো হচ্ছে।