November 7, 2024

চিকিৎসায় গাফিলতির জেরে নয় মাসের শিশু মৃত্যুর অভিযোগ মালদা থানার মৌলপুরে

1 min read
বিশ্বজি মন্ডল, মালদা , চিকিসায় গাফিলতির জেরে নয় মাসের শিশু মৃত্যুর অভিযোগ । মাথায় অস্ত্র পচারের পর শিশুটিকে ছেড়ে দেয় কর্তব্যরত চিকিসক । বাড়িতে নিয়ে যাওয়ার পরই মাথা থেকে  অতিরিক্ত  রক্ত ক্ষরণ   ।পরে আবারও হাসপাতালে নিয়ে আসলে মৃত্যু হয় শিশুটির । ঘটনায় মৃত শিশুর পরিবারের তরফ থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে চিকিসায় গাফিলতির অভিযোগ দায়ের হয়েছে মেডিক্যাল কলেজ কতৃপক্ষের কাছে । জানা যায় মালদার পুরাতন মালদা থানার মৌলপুরের বাসিন্দা আজিজুর রহমান । তার নয় মাসের শিশু কন্যা আনিশা খাতুন রবিবার রাতে ঘরের মধ্যে বিছানা থেকে হঠাই পরে গিয়ে মাথায় আঘাত পায় । সোমবার সকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিসকরা মাথায় অস্ত্র পচার করতে হবে বলে জানান । কিন্তু অস্ত্র পচারের কিছুক্ষনের মধ্যেই শিশুটিকে ছেড়ে দেওয়ার হয় বলে অভিযোগ মৃত শিশুর পরিবারের আত্মীয়দের । বাড়িতে নিয়ে যাওয়ার পরই মাথায় অস্ত্র পচারের জায়গা দিয়ে শুরু হয় অতিরিক্ত রক্ত ক্ষরণ ।  তড়িঘড়ি আবারও সোমবার বিকেলে ওই শিশুটিকে তার পরিবারের লোকজন ভর্তি করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে । অভিযোগ চিকিসকদের বার বার জানানোর পরেও শিশুটির চিকিসা হয়নি ।  অবশেষে মঙ্গলবার ভোর রাতে মৃত্যু হয় ওই শিশুটির ।ঘটনায় পরিবারের পক্ষ থেকে মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে চিকিসায় গাফিলতির অভিযোগ করা হয়েছে।যে হাসপাতালে ওপর মালদা তথা পার্স জেলা ও রাজ্যের মানুষ চিকিসা করাতে আসেন সেখানে বারংবার চিকিসায় গাফিলতির অভিযোগ ওঠায় উঠেছে প্রশ্ন ! তবে এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *