খরচ বাড়ছে তাজমহল পরিদর্শনের
তাজমহল পরিদর্শনে গেলে এবার থেকে পর্যটকদের অতিরিক্ত কড়ি গুণতে হবে। আগামী ১ এপ্রিল থেকে প্রধান স্মৃতিসৌধ পরিদর্শনের জন্য দিতে হবে ২০০ টাকা। এছাড়াও এন্ট্রি ফি ৪০ টাকা থেকে বেড়ে হচ্ছে ৫০ টাকা। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী মহেশ শর্মা বলেন, আগামী প্রজন্মের জন্য আমাদের তাজমহল সংরক্ষণের প্রয়োজন। তাজমহল রক্ষা এবং ভিড় সামলাতে প্রবেশ মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখনও পর্যন্ত প্রধান সমাধিস্থলে প্রবেশের কোনও ফি নেই। নতুন বারকোডে এবার ৪০ টাকার পরিবর্তে ৫০ টাকা হবে। এটি কেবল তিন ঘণ্টার জন্য প্রযোজ্য হবে।