দুপক্ষের লড়াইয়ের হল অবসান গঙ্গারামপুর নয বালুরঘাটেই পেল স্বীকৃতি
1 min read ।
বর্তমানের কথা,দক্ষিণ দিনাজপুরঃ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন দক্ষিণ দিনাজপুরে বিশ্ববিদ্যালয় তৈরির কথা। মুখ্যমন্ত্রীর ঘোষণার তিন দিন পরই জেলার গঙ্গারামপুরে শুরু হয় বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দেখার কাজ। গঙ্গারামপুরে জমি পরিদর্শনের পরই বালুরঘাটবাসীরা সোশ্যাল মিডিয়া থেকে পথে সর্বত্র আন্দোলনের ঝড় তোলে। এমনকি বালুরঘাটে বিশ্ববিদ্যালয় তৈরির দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থও হয়েছেন বালুরঘাটের একটি নাট্য সংস্থা। অবশেষে দীর্ঘ আন্দোলনের পর বালুরঘাটেই হতেই চলেছে বিশ্ববিদ্যালয়। বুধবার বিধানসভায় বালুরঘাটের বিধায়ক বিশ্বনাথ চৌধুরীর প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটেই হবে। শিক্ষামন্ত্রীর এমন ঘোষণার পরই বালুরঘাট জুড়ে খুশির আবহাওয়া । বসন্তের আগে আবির খেলার মধ্য দিয়ে অকাল হোলিতে মেতে উঠেছে বালুরঘাট কলেজের পড়ুয়ারা। মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী থেকে বালুরঘাটের বিধায়ককে এবিষয়ে ধন্যবাদ জানিয়েছন তারা।এদিন বিধানসভা চলাকালীন বালুরঘাটের বিধায়ক বিশ্বনাথ চৌধুরী প্রশ্ন তোলেন দক্ষিণ দিনাজপুরের কোথায় হবে বিশ্ববিদ্যালয়? বিশ্বনাথবাবুর প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী সাফ জানিয়ে দেন, বিশ্ববিদ্যালয় বালুরঘাটেই হবে। এমন খবর জানতে পেরে বেজায় খুশি বালুরঘাটবাসী। বালুরঘাট কলেজের পড়ুয়ারাও একে অপরকে আবির মাখিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে। দীর্ঘ দিনের আন্দোলন অবশেষে স্বার্থক হতে চলেছে।