January 14, 2025

নদীয়ার রাণাঘাটে আজ পথ দুর্ঘটনায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে

1 min read

নদীয়া (বর্তমানের কথা) ঃ  নদীয়ার রাণাঘাটে আজ পথ দুর্ঘটনায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। প্রাইভেট টিউশন থেকে ফেরার পথে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে দ্বাদশ শ্রেণীর এক ছাত্রের। মৃত ছাত্রের নাম তমনাশ ঘোষ। ঘটনাটি ঘটেছে রানাঘাটের বসু পাড়ায়। স্হানীয় তালপুকুর পাড়ার বাসিন্দা তমনাশ চাকদহ সতীশ চন্দ্র বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র। সাইকেল নিয়ে একটি লরিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে লরির চাকার নিচে চলে গেলে দুর্ঘটনাটি ঘটে। পরে স্থানীয় মানুষজন তমনাশ কে আশঙ্কাজনক অবস্থায় রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ মৃত স্কুল ছাত্রের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘাতক লরিটিকে আটক করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *