October 11, 2024

২০১৫ সালের বিশ্বকাপ ফাইনালে বল বিকৃতি করেছে অস্ট্রেলিয়া দল ঃ গ্র্যান্ট ইলিয়ট

1 min read
বর্তমানের কথা ঃ  ২০১৫ সালে বিশ্বকাপ ফাইনালে বল
বিকৃতি করা হয়েছে বলে অভিযোগ তুললেন নিউ জিল্যান্ডের দলের ব্যাটসম্যান গ্র্যান্ট
ইলিয়ট। অভিযোগ তুললেন  সেই অস্ট্রেলিয়ার দলের বিরুদ্ধেই। নিউ জিল্যান্ডের একটি রেডিও
শো-তে ইলিয়ট দাবি করেন, বল বিকৃতি করে ম্যাচ জিততে পেরেছে  অস্ট্রেলিয়া।

 

ইলিয়ট জানিয়েছেন, তিন উইকেটে ১৫০ রান করে একটা ভাল জায়গায় ছিল নিউ জিল্যান্ড দল ।
বল বিকৃতি না করলে দলের এই পরিস্থিতি হত না। ইলিয়টের কথায়, “আমি যখন ব্যাট
করছিলাম, তখন রিভার্স সুইং হচ্ছিল।” মিচেল স্টার্কের মতো তেমন একটা রিভার্স
সুইং না করতে পারা বোলারও এ দিন রিভার্স সুইং করে বলে দাবি ইলিয়টের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *