December 12, 2024

আইপিএল শুরু আগে ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে

1 min read

বর্তমানের কথা ঃ  আইপিএল শুরু আগে ধাক্কা কলকাতা নাইট রাইডার্স
শিবিরে। ডান পায়ের হাড়ে চোটের কারণে আইপিএলে আর  খেলতে পারবেন না মিচেল স্টার্ক। এই চোটের জন্যই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে  শেষ টেস্টে খেলতে পারবেন না তিনি। 

 আগামী শুক্রবার
জোহানেসবার্গে এই টেস্ট শুরু হচ্ছে। একইসঙ্গে  আইপিএলেও একটি ম্যাচও
খেলতে পারবেন না তিনি।জোহানেসবার্গ টেস্টের পরই ২৮ বছরের পেসার দেশে ফিরে যাবেন। অস্ট্রেলিয়ায় তাঁর চোট কতটা গুরুতর, তা খতিয়ে দেখা হবে।উল্লেখ্য, এবার প্লেয়ারদের নিলামে নাইট রাইডার্স মিচেল স্টার্ক কে ৯.৪ কোটি টাকায় কিনেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *