কালিয়াগঞ্জ ব্লকে প্রথম দিন গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির আসনে জন্য একটিও মনোনয়ন পত্র জমা পড়েনি
1 min read
—
তপন চক্রবর্তী,:উত্তরদিনাজপুর
জেলার কালিয়াগঞ্জ ব্লকে সকাল থেকেই ব্লক প্রশাসনের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত ও
পঞ্চায়েত সমিতির আসনের মনোনয়ন পত্র জমা
নেবার জন্য কালিয়াগঞ্জের ব্লক প্রশাসন বসে থাকলেও শেষ মহূর্ত পর্যন্ত একটিও মনোনয়ন
পত্র জমা পড়েনি বলে জানান কালিয়াগঞ্জের বিডিও মহঃ জ্যাকারিয়া।জানা যায়
উত্তরদিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি অমল আচার্য সামান্য সময়ের জন্য
এলেও কালিয়াগঞ্জ ব্লকে এলেও তিনি তার দলের দলীয় সিম্বল জমা দিয়ে চলে গেছেন বলে
জানা যায়।
জেলার কালিয়াগঞ্জ ব্লকে সকাল থেকেই ব্লক প্রশাসনের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত ও
পঞ্চায়েত সমিতির আসনের মনোনয়ন পত্র জমা
নেবার জন্য কালিয়াগঞ্জের ব্লক প্রশাসন বসে থাকলেও শেষ মহূর্ত পর্যন্ত একটিও মনোনয়ন
পত্র জমা পড়েনি বলে জানান কালিয়াগঞ্জের বিডিও মহঃ জ্যাকারিয়া।জানা যায়
উত্তরদিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি অমল আচার্য সামান্য সময়ের জন্য
এলেও কালিয়াগঞ্জ ব্লকে এলেও তিনি তার দলের দলীয় সিম্বল জমা দিয়ে চলে গেছেন বলে
জানা যায়।
কালিয়াগঞ্জ ব্লকে প্রথম
দিনের মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র
করে পুলুসি ব্যবস্থা ছিল চোখে পড়ার মত। প্রথম দিনের মনোনয়ন পত্র জমাকে্ কেন্দ্র করে উত্তেজনা একদম ছিলনা তা মোটেই বলা যাবেনা।মনোনয়ন পত্র জমা দেওয়াকে
ঘিরে ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে উৎসুক প্রচুর মানুষের সমাগম হয়।জানা যায় সোম বার
মনোনয়ন পত্র অনেকেই তুলে নিযে যায় বলে মহঃ
জ্যাকারিয়া বলেন।কালিয়াগঞ্জ পৌর সভার পৌরপতি কার্তিক পাল ও রাজ্য তৃনমূল কংগ্রেসর সম্পাদক অসীম ঘোষ এক সাক্ষাৎকারে বলেন
পঞ্চায়েত ভোট মানেই গ্রামের সাধারণ মানুষের উৎসব।
দিনের মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র
করে পুলুসি ব্যবস্থা ছিল চোখে পড়ার মত। প্রথম দিনের মনোনয়ন পত্র জমাকে্ কেন্দ্র করে উত্তেজনা একদম ছিলনা তা মোটেই বলা যাবেনা।মনোনয়ন পত্র জমা দেওয়াকে
ঘিরে ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে উৎসুক প্রচুর মানুষের সমাগম হয়।জানা যায় সোম বার
মনোনয়ন পত্র অনেকেই তুলে নিযে যায় বলে মহঃ
জ্যাকারিয়া বলেন।কালিয়াগঞ্জ পৌর সভার পৌরপতি কার্তিক পাল ও রাজ্য তৃনমূল কংগ্রেসর সম্পাদক অসীম ঘোষ এক সাক্ষাৎকারে বলেন
পঞ্চায়েত ভোট মানেই গ্রামের সাধারণ মানুষের উৎসব।
তাই ভোট উৎসব দেখার জন্য
কালিয়াগঞ্জ ব্লকের আটটি অঞ্চল থেকেই দারুন উৎসাহ নিয়ে মানুষ বি ডি ও অফিসে
আসে।আমিও প্রথম দিনটা কেমন লাগে তা দেখবার জন্য অধীর আগ্রহে ছিলাম।পঞ্চায়েত ভোট
এলেই গ্রামের মানুষদের মধ্যে একটা আলাদা ইমেজ এসে যায়।পঞ্চায়েত নির্বাচনের পুলিশি
তৎপরতা সম্পর্কে প্রশ্ন করলে কালিয়াগঞ্জ থানার আই সি বিচিত্র বিকাশ রায় এবং টাউনবাবু অতনু
চক্রবর্তী বলেন কালিয়াগঞ্জ অত্যন্ত শান্তিপ্রিয় শহর।
কালিয়াগঞ্জ ব্লকের আটটি অঞ্চল থেকেই দারুন উৎসাহ নিয়ে মানুষ বি ডি ও অফিসে
আসে।আমিও প্রথম দিনটা কেমন লাগে তা দেখবার জন্য অধীর আগ্রহে ছিলাম।পঞ্চায়েত ভোট
এলেই গ্রামের মানুষদের মধ্যে একটা আলাদা ইমেজ এসে যায়।পঞ্চায়েত নির্বাচনের পুলিশি
তৎপরতা সম্পর্কে প্রশ্ন করলে কালিয়াগঞ্জ থানার আই সি বিচিত্র বিকাশ রায় এবং টাউনবাবু অতনু
চক্রবর্তী বলেন কালিয়াগঞ্জ অত্যন্ত শান্তিপ্রিয় শহর।
এখানকার মানুষেরা
কোন ঝুর ঝামেলা পছন্দ করেনা। তাই পঞ্চায়েত ভোট নিয়ে তেমন কোন ঝুর ঝামেলা এই শহরে
হবেনা বলেই তারা মনে করেন।বিজেপির
উত্তরদিনাজপুর জেলার সাধারণ সম্পাদক তথা বিশিষ্ট আইনজীবী অমিত সাহা বলেন বিজেপি
দলকে যদি কেও এবার পঞ্চায়েত নির্বাচনে ক্ষুদ্র দল মনে করে থাকে
তাহলে মূর্খের স্বর্গে তারা বাস করছে।মনোনয়ন
পত্র জমা দেবার সময় আমরা যদি কোনভাবে বাধাপ্রাপ্ত হই কারো দ্বারা তার দায়দায়িত্ব
সবটাই ব্লক ও জেলা প্রশাসনের উপরেই বর্তাবে।আমরা আশা করবো প্রতিটি রাজনৈতিক দল
নির্বাচনে অংশগ্রহণ করুক।মানুষ তাদের মনের মত মানুষদের বেছে নিক স্বচ্ছ গণতন্ত্রের
স্বার্থেই।জানা যায় কালিয়াগঞ্জ ব্লকের আটটি অঞ্চলের মোট ১৪৮টি গ্রাম পঞ্চায়েত ও
২৪টি পঞ্চায়েত সমিতির মনোনয়ন পত্র জমা নেওয়া হবে।জেলাপরিষদের তিনটি আসনের জন্য
মনোনয়ন পত্র জমা নেওযা হবে রায়গঞ্জের কার্নজোড়ায় মহকুমা শাসকের। কার্যালযে।জানা
যায় উত্তরদিনাজপুর জেলায় মোট৯৮টি গ্রাম পঞ্চায়েতের১৬৪৯টি আসন,৯টি পঞ্চায়েত সমিতির ২৮৭টি আসন এবং জেলা পরিষদের জন্য ২৫টি
আসনে ভোট নেওয়া হবে।মনোনয়ন পত্র জমা দেবার শেষ তারিখ ,৯ই এপ্রিল।উত্তরদিনাজপুর জেলায় গ্রাম পঞ্চায়েত,পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ স্তরে মোট ভোট দাতার সংখ্যা
১৮লক্ষ,৮৪হাজার৭৩০জন।সারা জেলায়
মোট ভোট কেন্দ্রের সংখ্যা১৮২৮টি।
কোন ঝুর ঝামেলা পছন্দ করেনা। তাই পঞ্চায়েত ভোট নিয়ে তেমন কোন ঝুর ঝামেলা এই শহরে
হবেনা বলেই তারা মনে করেন।বিজেপির
উত্তরদিনাজপুর জেলার সাধারণ সম্পাদক তথা বিশিষ্ট আইনজীবী অমিত সাহা বলেন বিজেপি
দলকে যদি কেও এবার পঞ্চায়েত নির্বাচনে ক্ষুদ্র দল মনে করে থাকে
তাহলে মূর্খের স্বর্গে তারা বাস করছে।মনোনয়ন
পত্র জমা দেবার সময় আমরা যদি কোনভাবে বাধাপ্রাপ্ত হই কারো দ্বারা তার দায়দায়িত্ব
সবটাই ব্লক ও জেলা প্রশাসনের উপরেই বর্তাবে।আমরা আশা করবো প্রতিটি রাজনৈতিক দল
নির্বাচনে অংশগ্রহণ করুক।মানুষ তাদের মনের মত মানুষদের বেছে নিক স্বচ্ছ গণতন্ত্রের
স্বার্থেই।জানা যায় কালিয়াগঞ্জ ব্লকের আটটি অঞ্চলের মোট ১৪৮টি গ্রাম পঞ্চায়েত ও
২৪টি পঞ্চায়েত সমিতির মনোনয়ন পত্র জমা নেওয়া হবে।জেলাপরিষদের তিনটি আসনের জন্য
মনোনয়ন পত্র জমা নেওযা হবে রায়গঞ্জের কার্নজোড়ায় মহকুমা শাসকের। কার্যালযে।জানা
যায় উত্তরদিনাজপুর জেলায় মোট৯৮টি গ্রাম পঞ্চায়েতের১৬৪৯টি আসন,৯টি পঞ্চায়েত সমিতির ২৮৭টি আসন এবং জেলা পরিষদের জন্য ২৫টি
আসনে ভোট নেওয়া হবে।মনোনয়ন পত্র জমা দেবার শেষ তারিখ ,৯ই এপ্রিল।উত্তরদিনাজপুর জেলায় গ্রাম পঞ্চায়েত,পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ স্তরে মোট ভোট দাতার সংখ্যা
১৮লক্ষ,৮৪হাজার৭৩০জন।সারা জেলায়
মোট ভোট কেন্দ্রের সংখ্যা১৮২৮টি।