December 7, 2024

কেবল অপারেটরদের আবেদনে সাড়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

1 min read
       

সাড়া দিলেন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
কেবল অপারেটরদের আবেদনে ৷ তিনি তাঁদের
স্বাস্থ্যসাথী
, পেনশন , মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা সমেত নানা সরকারি
সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় আনার কথা ঘোষণা করলেন শুক্রবার৷ অর্থমন্ত্রী অমিত
মিত্রের পরামর্শে কেবল ব্যবসাকে ক্ষুদ্রশিল্পের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি
অপারেটরদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্তও ঘোষণা করলেন৷ ব্রডকাস্টার তথা বিভিন্ন
চ্যানেলের কর্তৃপক্ষের কাছে তাঁর আবেদন
,
আমি হাত জোড় করে অনুরোধ করছি , কেবল অপারেটরদের জন্য আপনারা একটু চিন্তাভাবনা
করুন৷

 রাজ্য জুড়ে প্রায় সাত লাখ মানুষ কেবলের সঙ্গে যুক্ত৷ আইপিএল , নানা ফুটবল ম্যাচ দেখিয়ে তো আপনার অনেক লাভ
করেন৷
অনুষ্ঠানের শুরুতেই মুখ্যমন্ত্রী বলেন , ‘আমি এটুকু শুনেছি যে , অপারেটররা বাড়ি বাড়ি থেকে যে টাকা সংগ্রহ
করেন
, তার থেকে তাঁদের ইনসেনটিভ মেলে৷ এতে কি
আপনাদের চলে
?’

তখন কেবল
অপারেটাররা সমস্বরে বলতে শুরু করলে
,
মমতা তাঁদের শান্ত করে বলেন , ‘আপনারা একজন বলুন৷ এক অপারেটর বলেন , ‘দিদি আমাদের বাঁচান৷ অ্যানালগ সিস্টেমের সময়ে
তবু সংসার চলে যেত৷ ডিজিট্যাল হওয়ার পরে আর সংসার চালাতে পারছি না৷ গ্রামের
লোকেদের থেকে কেবল বাবদ বেশি টাকা চাওয়া যায় না৷ 

এর মধ্যে সামান্য অংশই আমাদের
জোটে৷
মমতা কালবিলম্ব না করে মঞ্চে কেবল টিভি
জমায়েতের
সামিট কোর
কমিটির
শীর্ষ সদস্যদের ডেকে নেন৷ মুখ্যমন্ত্রীর
নেতৃত্বে মঞ্চেই শুরু হয় আলোচনা৷ এর পরে মমতা বলেন
, ‘আমার তো ব্রডকাস্টার , অপারেটর আর মাল্টি সিস্টেম অপারেটরদের মাঝে
চিড়েচ্যাপ্টা হয়ে যাওয়ার জোগাড়৷ একদিনে সমাধান হবে না৷ তবু বলছি কেবল অপারেটরা এ
বার থেকে স্বাস্থ্য সাথীর আওতায় আসবেন৷ প্রত্যেকে মাসে ২৫ টাকা করে দেবেন৷ 

সরকার
দেবে ৩৫ টাকা৷ ষাট বছর বয়সের পর দু
লাখ টাকা ছাড়াও মাসে দেড় হাজার টাকা করে পেনশন পাবেন৷ আপনারা আপনাদের মেয়ের
বিয়ে বাবদ রূপশ্রী প্রকল্পে পঁচিশ হাজার টাকা পাবেন৷


কেবল অপারেটরদের উন্নয়নে এই ব্যবসা ক্ষুদ্র ও
মাঝারি শিল্পের আওতায় আনার কথাও জানান মমতা৷ ব্রডকাস্টার -কেবল অপারেটরদের সঙ্গে
নিয়ে পিপিপি উদ্যোগে এগোনোর কথা বলেন৷ কেবল
,
ইন্টারনেট -সহ নানা তারে দৃশ্যদূষণের প্রসঙ্গে মমতা বলেন , ‘মাটির তলা দিয়ে সম্ভব নয়৷ রাস্তার উপর সব
পরিষেবার তার যাতে একসঙ্গে রাখা যায়
,
তা ভাবতে হবে৷ আমার বাড়ির সামনেই তো পঞ্চাশটা তার ঝুলছে৷ মা
দুর্গার মূর্তি যাচ্ছে বাঁশ দিয়ে তার সরানোর পরেই৷
ঘোষণা মুখ্যমন্ত্রীরঅপারেটরদের অনুষ্ঠানে 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *