October 12, 2024

নির্বাচক / কৌস্তুভ দে সরকার

1 min read

  
চাই না তবু দিতেই হবে
সুদিন আর ফিরবে কবে
আঙুলে সেই কালির দাগ
হতাশাব্যঞ্জক –
আমরা নির্বাচক ।
সকাল সকাল লাইন দিয়ে
এক পরিচয়পত্র নিয়ে 
বুকের ভেতর বঞ্চনা আর
স্বজনহারার শোক –
আমরা নির্বাচক ।
একটি দিনের উৎসব এই
পরিণামহীন জেনেশুনেই
বোতাম টিপি, শব্দ শুনি 
বাধ্যতামূলক –
আমরা নির্বাচক ।
সবাই জেতার ফন্দি আঁটে
কার গাঁট যে কোথায় কাটে
অন্যরকম খেলায় নাকি 
ব্যস্ত সকল লোক –
আমরা নির্বাচক ।
সুখ তো সোনার পাথরবাটি
খুঁজতে এত হাঁটাহাটি
মিটিং মিছিল লক্ষ মানুষ 
করছে ছোঁক ছোঁক –
আমরা নির্বাচক ।
যুদ্ধ থামে সন্ধ্যা নামে 
আসন গোনে ডানে বামে
আবার কারা সিংহাসনে
রক্ত চোষা জোঁক –
আমরা নির্বাচক ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *