বিশ্বভারতীর রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সহ ও স্বর্ণপদক প্রাপ্ত অধ্যাপক সুনিত কুমার প্রয়াত।
বিশ্বভারতীর তিব্বতিয়ান ভাষার প্রতিষ্ঠাতা, বৌদ্ধ পন্ডিত নামে খ্যাত তথাপি রাষ্ট্রপতি পুরষ্কারসহ স্বর্ণপদক প্রাপ্ত, প্রায় ৯ টি ভাষায় প্রবন্ধ লেখায় যিনি পারদর্শী ছিলেন,অধ্যাপক সুনীতিকুমার পাঠকের অকাল প্রয়াণ মৃত্যুকালে তার বয়স-১০১ বছর। ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করে অধ্যাপক সুনীত কুমার পরিবার-পরিজন এবং
শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানাতে বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ। আজকে প্রয়াত অধ্যাপকের বিশ্বভারতী বাড়িতে মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করলেন কাজল শেখ। এছাড়া অধ্যাপকের বাড়িতে উপস্থিত ছিলেন বিশ্বভারতী ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেন সহ অন্যান্য বিশ্বভারতীর অধ্যাপক ও কর্মীবৃন্দ। একটা পন্ডিত যুগের অবসান হলো। ভাষা চর্চার জগতে অধ্যাপকেরঅবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার মৃত্যুতে বিশ্বভারতী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।