December 10, 2024

আদিবাসী মহিলাদের স্বয়ম্ভর করতে ৫ জন আদিবাসী মহিলাকে দুটি করে শুকরের ছানা প্রদান

1 min read

আদিবাসী মহিলাদের স্বয়ম্ভর করতে ৫ জন আদিবাসী মহিলাকে দুটি করে শুকরের ছানা প্রদান

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৬ নভেম্বর:বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফা নগর গ্রাম পঞ্চায়েতের পাঁচ জন আদিবাসী মহিলাদের শূপুরের ছানা প্রতিপালন করবার জন্য দেওয়া হলহয়কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরনময় সরকার বলেন এসপির রেগুলার স্কিমের অধীনে মুস্তাফা নগর গ্রাম পঞ্চায়েতের পাঁচ জন আদিবাসী মহিলাদের দুটি করে শুকর ছানা দেয়া হলো প্রতিপালন করবার জন্য।

এই বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থাও করা হলো এবং সাথে শুকর ছানাদের ভ্যাকসিন সহ বিভিন্ন ধরনের ওষুধ পত্র তাদের দিয়ে দেওয়া হয়।এই ধরনের প্রকল্প আগেও পঞ্চায়েত সমিতির উদ্যোগে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও দেওয়া হবে। কালিয়াগঞ্জ ব্লকের প্রাণিসম্পদ দপ্তরের বি এল ডিও মানিক লাল সাহা বলেন আদিবাসী সমাজের মহিলাদের স্বনির্ভর করার জন্য এই প্রকল্প অত্যন্ত কার্যকরী ভূমিকা গ্রহণ করে থাকে কারণ তারা শুকর পালনের মধ্যে দিয়েই বেশিরভাগ সময় তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকে। তাই রাজ্য সরকারের প্রাণিসম্পদ দপ্তর তাদেরকে স্বাবলম্বী করবার স্বার্থে এই ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *