কুনোর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নুতন স্বাস্থ্য কেন্দ্রে ৩০ বেডের পরিষেবা চালু
1 min readকুনোর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নুতন স্বাস্থ্য কেন্দ্রে ৩০ বেডের পরিষেবা চালু
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৩১ মে:গ্রামীণ এলাকায় চিকিৎসা মান উন্নয়নের লক্ষ্যে কুনোর ব্লক প্রাথমিক হাসপাতালে শুক্রবার নব নির্মিত ভবনে ৩০ বেডের পরিষেবা শুরু করা হল বলে জানা যায়।সেই কারনেই নুতন স্বাস্থ্য ভবনে শুক্রবার রোগীদের স্থানান্তর করা হল।গত ৩০ শে জানুয়ারী রায়গঞ্জের প্রশাসনিক সভাস্থল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই উদ্বোধন করেছিলেন কালিয়াগঞ্জের কুনোর ব্লক প্রাথমিক হাসপাতালের। এবারে কালিয়াগঞ্জ ব্লকের কুনোরে নতুন হাসপাতাল থেকে শুরু হল চিকিৎসা পরিষেবা।
শুক্রবার দুপুরে এই হাসপাতালে চিকিৎসা পরিষেবা শুরুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য,জেলা পরিষদের সদস্য রামদেব সাহানী,মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোলাম মোস্তাক, কালিয়াগঞ্জ ব্লক স্বাস্থ্য আধিকারিক শেখ মুসরাইল রহমান সহ অন্যান্যরা।ইতিমধ্যে এই হাসপাতাল ১০ বেড থেলে ৩০ বেড উন্নিত করা হয়েছে। নতুন বিল্ডিং এই মিলবে সেই পরিসেবা। এই পরিসেবা শুরু হলে উপকৃত হবে এলাকার বাসিন্দারা৷ পাশাপাশি আগামীকাতে আরো চিকিৎসক ও স্বাস্থ্য কর্মী বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য।তিনি বলেন রাজ্যের মা মাটি মানুষের সরকার গ্রামের চিকিৎসা পরিষেবা দেবার জন্য যে প্রতিশ্রুতি দেয় সেই কাজ তারা করে দেখায়।নতুন ভবন থেকে চিকিৎসা পরিষেবা চালু হওয়ায় খুশি এলাকার মানুষেরা।