গ্যাসের ওভেন থেকে গায়ে আগুন লেগে গুরুতর জখম এক গৃহবধু।
1 min readগ্যাসের ওভেন থেকে গায়ে আগুন লেগে গুরুতর জখম এক গৃহবধু।
উত্তর দিনাজপুর(নিউস এশিয়া):- গ্যাসের ওভেন থেকে গায়ে আগুন লেগে গুরুতর জখম এক গৃহবধু। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইটাহার থানার কাপাশিয়া অঞ্চলের কাশিবাড়ি এলাকায়। বধূর পরিবার সূত্রে জানাযায়, অগ্নিদগ্ধ গৃহবধূর নাম মমিনা খাতুন। এদিন দুপুরে বাড়ির রান্না ঘরে রান্না করছিলেন মমিনা।
সেখান থেকেই আগুন লাগে তার শরিরে। সেই সময় পরিবারের অন্য সদস্যরা পাশের ঘরে দুপুরের খাওয়ার খাচ্ছিলেন। হঠাৎ মমিনার চিৎকারে তার স্বামী, দেওর সহ সকলে রান্না ঘরে ছুটে এসে দেখেন মমিনার পরনে থাকা নাইটিতে আগুন লেগেছে। দাওদাও করে জ্বলতে দেখে সকলে মিলে আগুন নিভিয়ে তাকে তড়িঘড়ি ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর মমিনার শারিরীক অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে রায়গঞ্জ মেডিক্যালে স্থানান্তর করেন চিকিৎসক। বর্তমানে সেখানে বার্ন ওয়ার্ডে ওই অগ্নিদগ্ধ বধূর চিকিৎসা চলছে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানাযায়, মমিনার শরিরের ডান দিকের অংশ অগ্নিদগ্ধ হয়েছে।