প্রবল বৃষ্টিপাতে জলস্তর বেড়ে যাওয়া তিস্তায় আটকে গজরাজ।
জলপাইগুড়ি (নিউস এশিয়া):- রেমাল ঝড়ের পর উত্তর পূর্ব ভারত জুড়ে সৃষ্টি গভীর নিম্ন চাপের কারনে গত কয়েক দিন ধরেই উত্তরবঙ্গ সহ সিকিমে চলেছে ভারী বৃষ্টিপাত।পাহাড়ে বৃষ্টির কারনে ইতিমধ্যেই তিস্তা নদী সহ অন্যান্য নদী গুলোতে বৃদ্ধি পেয়েছে জলস্তর।
বৃহস্পতিবার সেই কারণেই জলপাইগুড়ি জেলার গজলডোবা সংলগ্ন টোটগাওয়ে তিস্তার বুকে একটি হাতিকে অসহায় অবস্থায় দেখতে পাওয়া কে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।ইতিমধ্যে বন বিভাগ তিস্তা নদীর বুকে আটকে পরা গজরাজ এর গতিবিধির ওপর নজর রাখছে।