স্ট্রং রুম বিতর্ক এবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রেও।
1 min readস্ট্রং রুম বিতর্ক এবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রেও।
স্ট্রং রুম বিতর্ক এবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রেও। সিসি ক্যামেরা বন্ধ রাখার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি। একাধিকবার রায়গঞ্জ পলিটেকনিকের একাধিক সিসিটিভি ক্যামেরা বন্ধ থাকার লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বাসুদেব সরকার। রায়গঞ্জের তৃনমুল প্রার্থীর হার নিশ্চিত জেনে তাকে জেতানোর জন্য গোপনে ইভিএম বদল করতেই প্রশাসনের একাংশ উঠে পড়ে লেগেছে। আর সেসব কারচুপি আড়াল করতেই সিসি ক্যামেরা বন্ধ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলে বিজেপি।ভারতীয় নির্বাচন কমিশনের এই ভোটে ইভিএম পাহাড়ায় স্ট্রংরুমে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও বিজেপি আস্থা ভরসা রাখতে পারছে না বলে পালটা প্রতিক্রিয়া তৃনমুলের।
জেলা বিজেপি নেতা মানস মানস ঘোষ বলেন রায়গঞ্জ পলিটেকনিক কলেজে যে স্ট্রং রুম রয়েছে সেখানে সিসিটিভি ক্যামেরা বারে বারে খারাপ হয়ে যাচ্ছে। সেই সিসিটিভি ক্যামেরা দেখার জন্য বাইরে একটি ডিসপ্লে বোর্ড করা হয়েছে সেখানে বিজেপি দলের নেতারা সেটা দেখছে।(জেলা বিজেপির , সহ-সভাপতি, উত্তর দিনাজপুর) মানস ঘোষ বলেন রায়গঞ্জ পলিটেকনিক কলেজে যে স্ট্রং রুম রয়েছে সেখানে সিসিটিভি ক্যামেরা বারে বারে খারাপ হয়ে যাচ্ছে। সেই সিসিটিভি ক্যামেরা দেখার জন্য বাইরে একটি ডিসপ্লে বোর্ড করা হয়েছে সেখানে বিজেপি দলের নেতারা সেটা দেখছে। সিসিটিভি বারে বারে কেন খারাপ হচ্ছে? এটাই আমাদের অভিযোগ। এবং এর পিছনে কোন গভীর অভিসন্ধি আছে কিনা। আর আরেকটি বিষয় যেটা হলো সেটা রাজ্য পুলিশের আনাগোনা, সেটা বন্ধ করতে হবে। এই দুটি বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে তারা যাতে গুরুত্ব সহকারে এই বিষয়টি দেখেন। অন্যদিকে জেলা তৃণমূলের সহ-সভাপতি জেলা তৃণমূলের সহ-সভাপতি অরিন্দম সরকার বলেন ভারতের নির্বাচন কমিশন ইভিএম পাহারায় স্ট্রং রুমে কেন্দ্রীয় বাহিনী রাখলেও বিজেপি তার উপর আস্থা-ভরসা রাখতে পারছে না। তাই বিজেপি এখন এই ধরনের অভিযোগ আনছে সামনে।