কালিয়াগঞ্জ পৌর সভার উদ্যোগে বিসর্জন ঘাটকে আরো বড় আকারের ঘাটে পরিণত কি ভাবে করা যায় পৌর পিতার উদ্যোগে ঘাট পরিদর্শন করা হল
1 min readকালিয়াগঞ্জ পৌর সভার উদ্যোগে বিসর্জন ঘাটকে আরো বড় আকারের ঘাটে পরিণত কি ভাবে করা যায় পৌর পিতার উদ্যোগে ঘাট পরিদর্শন করা হল
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৫ মে: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের থানার সামনের বিসর্জন ঘাটকে সংস্কারের মাধ্যমে কি ভাবে আরো বড় করা যায় শনিবার কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহার উদ্যোগে একটি পরিদর্শন টিম বিসর্জন ঘাটে গিয়ে পরিদর্শন করে।পরিদর্শন টিমে অন্যান্যদের মধ্যে ছিলেন কালিয়াগঞ্জ পৌর সভার উপ_পৌর পিতা ঈশ্বর রজক,কালিয়াগঞ্জ থানার আই সি দেবব্রত মুখোপাধ্যায়,১৭ নম্বর ওয়ার্ডের কমিশনার বসন্ত রায় এবং ৪নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার মনোজ সরকার।
কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা এক সাক্ষাৎকারে বলেন কালিয়াগঞ্জ শহরে আগে মাত্র কয়েকটা দুর্গাপূজা হত।তার মধ্যে বেশ কিছু নিজেদের পূকুরেই বিসর্জন দিয়ে দিত।কিন্তু বর্তমানে দুর্গাপূজার সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে তাই বর্তমানে যে বিসর্জন ঘাট কালিয়াগঞ্জ পৌর সভা ও কালিয়াগঞ্জ থানার উদ্যোগে আছে সেই বিসর্জন ঘাট প্রয়োজনের তুলনায় অনেক ছোট।এই মুহূর্তে কালিয়াগঞ্জ শহরের বিসর্জন ঘাটের আকার আরো বর দরকার।পৌর পিতা রাম নিবাস সাহা বলেন আমরা আজ বিসর্জন ঘাটের স্পটে গিয়ে দেখে সিদ্ধান্ত নিয়েছি এই ঘাটের সংস্কার অত্যন্ত জরুরী।কালিয়াগঞ্জ থানার আই সি দেবব্রত মুখোপাধ্যায়ের সহযোগিতায় আমরা সিদ্ধান্ত নিয়েছি।কালিয়াগঞ্জ শহরে দুর্গাপূজার বিসর্জন অত্যন্ত ঘটা করে হয়ে থাকে।আমরা তাই বিসর্জন ঘাটকে আরো বর করার সিদ্ধান্ত নিয়েছি।কালিয়াগঞ্জ থানার আই সি দেবব্রত মুখোপাধ্যায় বলেন কালিয়াগঞ্জ শহরের উন্নয়নে কালিয়াগঞ্জ থানা সব সময় পাশে ছিল ভবিষ্যতেও থাকবে বলে জানান। কালিয়াগঞ্জ পৌর সভার উপ পৌর পিতা ঈশ্বর রজক বলেন সবার সহযোগিতা নিয়েই কালিয়াগঞ্জ শহরের উন্নয়ন প্রতিনিয়ত ঘটছে।আমরা চাই কালিয়াগঞ্জ পৌর নাগরিকদের সহযোগিতা নিয়েই আমরা এই শহরের উন্নয়ন করতে চাই।