মিতালী এল ইসলামপুরে
1 min readমিতালী এল ইসলামপুরে
দেবব্রত চক্রবর্তী রিপোর্ট ইসলামপুর আগামী পয়লা জুন থেকে ভারত – বাংলাদের মধ্যে মিতালি এক্সপ্রেসের সূচনা হতে চলে।এই মিতালি এক্সপ্রেস ট্রেনটি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বাংলা দেশে যাবে যা উত্তরবঙ্গ তথা উত্তরবঙ্গের মানুষের কাছে গর্ভের বিষয়।দুই দেশের মধ্যে রেল পথ দিয়ে নতুন করে যাত্রা শুরু করে পয়লা জুন থেকে মিতালি এক্সপ্রেস ট্রেনটি তার আগে ট্রাইল রান করা হয়।
সোমবার দুপুরে ট্রাইলরান হিসাবে মিতালি এক্সপ্রেস ট্রেন টি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছেড়ে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের আলুয়াবাড়ি জংশন স্টেশনের এক নন্বর প্লাটফর্মে এসে পৌছায়।
আবার সেখানে থেকে পূনায় নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়।রেল সুত্রে জানাজায় মিতালি এক্সপ্রেস দুই দেশের মধ্যে চলাচল শুরু করবে।তাই নিয়ম অনুসারে ট্রাইল দেওয়া হয়।সেই কারণেই ট্রাইল দেওয়া হলো।কোন প্রকার সমস্যা দেখা যায়নি ট্রেনের এখোন শুধু যাত্রা সুরুর অপেক্ষা মিতালি এক্সপ্রেসের।