November 15, 2024

লড়ির ধাক্কায় মৃত্যু হলো দুই মহিলার। গুরুতর আহত আরো ৫ জন।

1 min read

লড়ির ধাক্কায় মৃত্যু হলো দুই মহিলার। গুরুতর আহত আরো ৫ জন।

বিপ্লব চাকি  ইটাহার: লড়ির ধাক্কায় মৃত্যু হলো দুই মহিলার। গুরুতর আহত আরো ৫ জন। শনিবার ভোরে ঘটনাটি ঘটে ইটাহার থানার মারনাই অঞ্চলের বালিয়া পাড়া ব্রিজ সংলগ্ন ৩৪ নং জাতীয় সড়কে। জানা গেছে মালদহ জেলার সামসি এলাকার একই পরিবারের মহিলা পুরুষ সহ ৭ জন টোটো করে গাজল হয়ে ইটাহারে দিকে চিকিৎসা করার উদ্দেশ্যে আসার সময় রায়গঞ্জ মুখি একটি লড়ি টোটো কে পেছন

থেকে ধাক্কা মারলো ঘটনাস্থলেই মৃত্যু হয় সামিজা বেওয়ার , জখম হয় টোটোর থাকা বাকি যাত্রিরা। দুর্ঘটনার জেরে জাতীয় সড়ক অবরোধ হয়ে পড়ে। তড়িঘরি ঘটনা স্হলে যায় ইটাহার থানার পুলিশ সহ ইটাহার থানার আইসি মানবেন্দ্র নাথ সাহা, ইটাহার থানার ট্রাফিক ওসি অভিজিৎ দত্ত। গুরুত্বর যখম দের ইটাহার ব্লক স্বাস্হ দপ্তরে আনলে তাদের গুরুত্বর যখম হওয়ার কারনে রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠালে পথে আরো এক মহিলা নুড়েফা বিবি নামে মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করলেও মৃত দেহ উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে মর্গে পাঠায়, ঘাতক লড়ির খোঁজে সন্ধান শুরু করেছে ইটাহার থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *