December 10, 2024

গোয়ালপোখর এক ব্লকের নিমতলা এলাকায় একটি ব্রিজ এর কাজের শুভ সূচনা করলেন রাজ্যের মন্ত্রী গোয়ালপোখর এর বিধায়ক ও রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী 

1 min read

গোয়ালপোখর এক ব্লকের নিমতলা এলাকায় একটি ব্রিজ এর কাজের শুভ সূচনা করলেন রাজ্যের মন্ত্রী গোয়ালপোখর এর বিধায়ক ও রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী 

 

উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর এক ব্লকের নিমতলা এলাকায় একটি ব্রিজ এর কাজের শুভ সূচনা করলেন রাজ্যের মন্ত্রী ও গোয়ালপোখর এর বিধায়ক গোলাম রব্বানী।উপস্থিত ছিলেন গোয়ালপোখর এর বিধায়ক ও রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী উত্তর দিনাজপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ গোলাম রসূল ওরফে মনিদা সহ একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন। মন্ত্রী জানান এই ব্রীজের কথা আগে

 

জানলে আরো আগেই নির্মাণ করা যেত। তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে সবাই পছন্দ করছেন যার জন্য তার ফ্যান ফলোইং অনেক বেশি। তিনি প্রধানমন্ত্রী হবেন এবং দেশকে নেতৃত্ব দেবেন।

অপরদিকে পূর্ত কর্মাধ্যক্ষ গোলাম রসূল বলেন এই ব্রীজের কাজের আজ শুভ সূচনা হলো এবং কাল থেকে এর কাজ শুরু হবে। তিনি আরো বলেন এই রাস্তাটি গোয়ালপোখর থানা থেকে পান্জিপারা অব্দি কানেকশন আছে। এই ব্রিজ হলে অনেক উপকৃত হবে সাধারণ মানুষ। তিনি বলেন এমএলএ ফান্ডের টাকা থেকে নির্মাণ করা হচ্ছে ব্রিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *