December 27, 2024

অনসনকারী প্রাথমিক চাকুরী প্রার্থীদের পাশে থাকার আশ্বাস সংসদ মোহম্মদ সেলিমের।

1 min read

বিশ্বজিৎ মন্ডল , মালদা : প্রাথমিক চাকুরী প্রাথীদের অনশনের সপ্তম দিন।শনিবার অনশন মঞ্চে চাকুরি প্রার্থীদের সঙ্গে দেখা করতে যান সিপিএম সাংসদ মহঃ সেলিম।তার সঙ্গে ছিলেন বিধায়ক খগেন মুর্মু, কংগ্রেস বিধায়ক মোস্তাক আলম সহ অন্যান্য বাম ও কংগ্রেস নিরিত।সরকার বাদে সমস্ত রাজনৈতিক দল এই অনশন কারীদের পাশে রয়েছে বলে এদিন জানান এই বাম সংসদ।
প্রসঙ্গত, মালদা জেলা ২০০৯-১০ সালের প্রায় শতাধিক প্রাথমিক শিক্ষক পদপ্রার্থী চাকুরির দাবিতে আমরণ অনশন চালাচ্ছেন।গত রবিবার সন্ধ্যা থেকে মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে আমরণ অনশন শুরু করেন চাকুরি প্রার্থীরা। যতক্ষন প্রশাসনের তরফে তাদের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে ততক্ষন এই অনশন চালিয়ে যাবেন।গত সাত বছর ধরে তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করেও কোন ফল না হওয়ায় এবারে তারা অনশনের সিদ্ধান্ত নিয়েছেন।
এদিন অনসনকারীদের সাথে কথা বলেন বাম সংসদ মোহম্মদ সেলিম।এর পরেই তিনি সংবাদ মাধ্যমকে জানান,’সমস্ত বিরোধী রাজনৈতিক দল গুলো এই অনসনকারীদের পাশে আছে।উচ্চ আদালতও তাদের পাশে দাঁড়িয়েছে।কিন্তু সরকার তাদের পাশে নেই,একেবারে নির্দয়।মুখ্যমন্ত্রী নিজে জেলা থেকে ফিরেছেন।কিন্তু যাদের অভাব অভিযোগ তাদের সাথে কথা বলেননি মুখ্যমন্ত্রী।প্রশাসনের উচিৎ এই অনসনকারীদের সাথে কথা বলা।কিন্তু দুর্ভাগ্য সাতদিন হয়ে গেলেও প্রশাসনের তরফে কিছুই জানানো হচ্ছে না তাদের।আমি আহব্বান করবো সমস্ত জেলাবাসীকে এই চাকুরী প্রার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের অধিকার পেতে সাহায্য করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..