December 21, 2024

কালিয়াগঞ্জ পৌর শহরে 40 টি জনশৌচাগার, মঞ্জুর দুইকোটি আট লক্ষ

1 min read
তপন চক্রবর্তী–-উত্তরদিনাজপুর–রাজ্যের মা মাটি মানুষের সরকার কালিয়াগঞ্জ পৌর শহরকে নির্মল শহর গড়বার লক্ষে দুইকোটি আট লক্ষ্ টাকা মঞ্জুর করলো বলে পৌরপতি কার্তিক পাল জানান।পৌরপতি কার্তিক পাল বলেন এবার কালিয়াগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন 34 টি স্থানে যেখানে সবসময় মানুষের যাতায়াত সেই সমস্ত জনবহুল স্থানে এই জনশৌচাগার গুলি তৈরি করা হবে বলে জানান।পৌরপতি কার্তিক পাল বলেন কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্রগঞ্জ ও বয়রা কালিমন্দিরের মত জনবহুল এলাকা ছাড়াও এই  জনশৌচাগার গুলি শহরের 6টি বিদ্যালয় ও ধনকোলহাট সংলগ্ন এলাকাতেও  তৈরি করা হবে বলে জানান।পৌরপতি বলেন আগামী সেপ্টেম্বর মাসের  মধ্যে এই 40টি জন শৌচাগারগুলির কাজ শেষ করা হবে।  কার্তিকবাবু বলেন এই শৌচাগারগুলির এক একটির নির্মাণ ব্যয় হবে 5,20 লক্ষ্য টাকা করে। জানা যায় উত্তরবঙ্গের মধ্যে কাালিয়াগঞ্জ পৌরসভাকে প্রথম নির্মল পৌরসভা করার লক্ষে জোর কদমে কাজ শুরু করা হয়েছে বলে পৌরপতি কার্তিক পাল বলেন।
 পৌরপতি কার্তিক পাল বলেন উন্নয়নের আন্তরিকতার সাথে অর্থ  ও মনোবল যদি থাকে তা হলে একটি শহরের উন্নয়ন করা কোন কঠিন কাজ নয় বলেই পৌরপতি কার্তিক পাল মনে করেন।

আগামী দুই বছরের মধ্যে কালিয়াগঞ্জ পৌরশহরের আমূল পরিবর্তন করে একটি প্রকৃত পৌর শহর কালিয়াগঞ্জ পৌরবাসীকে উপহার দেবার স্বপ্ন ছাড়া তার মাথায় দ্বিতীয় কোন স্বপ্ন নেই বলে কার্তিক পাল অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে এই কথাগুলো বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *