আকাশ নিযে শিশু মনে কৌতূহলের দিশা দেখাতে কালিয়াগঞ্জ ইন্ডিয়ান গ্লোবাল পাবলিক স্কুল আয়োজিত স্পেস বিষয়ক আলোচনা সভা
1 min readআকাশ নিযে শিশু মনে কৌতূহলের দিশা দেখাতে কালিয়াগঞ্জ ইন্ডিয়ান গ্লোবাল পাবলিক স্কুল আয়োজিত স্পেস বিষয়ক আলোচনা সভা
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ২৪ ডিসেম্বর: আকাশ নিয়ে শিশু বণে কৌতূহলের শেষ নেই। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের সেই শিশুদের আকাশ সম্পর্কে দিশা দেখাতে কালিয়াগঞ্জ ইন্ডিয়া না গ্লোবাল পাবলিক স্কুলের উদ্যোগে শিশু মনের কৌতূহলের উত্তর খুঁজে বের করতে স্পেস বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানের ভার্চুয়াল ডজন করেন সুদূর ম্যানচেস্টার থেকে ডঃ অভিষেক বাসু। তিনি সেমিনারে আগত শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের মধ্যে মহাবিশ্বের কিছু গুরুত্বপূর্ণ বিষয় এনিমেশনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেন। এরি সাথে শিশুদের মহাকাশ বিষয়ক প্রশ্নের উত্তর দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করেন। এর পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাবিশ্বের সৃষ্টি সূর্য চন্দ্র তারামণ্ডল উল্কাপিণ্ড গ্রহাণু পলাশ কি তাদের জীবন ও ব্ল্যাক হোল সৃষ্টি নিয়ে নানা অজানা তথ্য তুলে ধরে। এই অনুষ্ঠানকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।