December 27, 2024

প্রতীতির আসরে আগামী প্রজন্মের জন্য নুতন কিছু সৃষ্টির আহ্বান গতানুগতিক ধারাবাহিকতার বাহিরে

1 min read

প্রতীতির আসরে আগামী প্রজন্মের জন্য নুতন কিছু সৃষ্টির আহ্বান গতানুগতিক ধারাবাহিকতার বাহিরে

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৮ জুলাই: রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের ঐতিহ্যবাহি ভ্রাম্যমান সাহিত্য,সংস্কৃতি ও কৃষ্টি সংস্থা,৪৭তম বর্ষের পঞ্চম সাহিত্যের অধিবেশন সংস্থার সভাপতি তথা বিশিষ্ট অনুসন্ধানী সাহিত্যিক রাজ কুমার জাজোদিযার মারোযারিপট্টির বাস ভবনে অনুষ্ঠিত হয়।রবিবারের সাহিত্যের আসরের মুল বিষয় ছিল কিছু করে দেখাও।সাহিত্য আসরে ঠিক সেই ভাবেই উপস্থিত সদস্যগন নুতন কিছু করবার ভাবনা চিন্তা করেছেন।

অনুষ্ঠানে সংস্থার সভাপতি রাজ কুমার জাজোদিয়া ভাষার উৎপত্তি নিয়ে অসাধারন আলোচনা করে সবাইকে মন্ত্রমুগ্ধ করে রাখেন।সংস্থার সদস্য চন্দ্রনাথ সাহা স্বরচিত কবিতা পাঠ করে উপস্থিত শ্রোতাদের সবার প্রশংসা অর্জন করেন।কবি ও লেখক সুকান্ত গুহ অসাধারন অনুগল্প লিখে উপস্থিত দর্শকদের মন কেড়ে নিতে সমর্থ হন।সাহিত্য আসরে প্রবীণ সদস্য অমিত কমল গুহ আকারে ছোট হলেও সুন্দর একটি অনু গল্পের অবতারনা করেন।ঠিক একই রকম ভাবে সংস্থার সদস্য অজিত ঘোষ একটি অনুগল্পের প্লট তৈরি করে অনুষ্ঠানের আকর্ষন বৃদ্ধি করতে সহায়তা করেন।সাহিত্যের আসরে শিশু শিল্পী সিদ্ধি জাজোদিয়া একটি স্বরচিত ইংরেজি কবিতা পাঠ করলে সবাই শিশুর কণ্ঠে কবিতা শুনে উচ্চ প্রশংসা করেন।সাহিত্যের আসরে বিশিষ্ট আবৃত্তিকার বিপুল মৈত্র অসাধারন একটি কবিতা পাঠ করে অনুষ্ঠানকে মন্ত্রমুগ্ধ করেন।পরিশেষে সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ড: কাঞ্চন দে সার্বিক ঘটনার সাথে সংস্থাকে আরো কি ভাবে জনমুখী করে তোলা যায় সে ব্যাপারে আলোকপাত করেন।সভায় সভাপতিত্ব করেন তপন কুমার চক্রবর্তী।অনুষ্ঠানে অনুষ্ঠানে শ্রোতা হিসেবে অনেকের সাথে গৃহকর্তী সুনিতা জাজোদিয়া ও উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সুন্দর ভাবে সঞ্চালনার কাজে মুন্সিয়ানা দেখিয়েছেন প্রতীতির যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ কুমার রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *