December 26, 2024

তরঙ্গপুর এন কে উচ্চ বিদ্যালয়ের এন এস এস ইউনিটের উদ্যোগে সোশ্যাল মিডিয়া বিষয়ক সচেতনতা শিবির

1 min read

তরঙ্গপুর এন কে উচ্চ বিদ্যালয়ের এন এস এস ইউনিটের উদ্যোগে সোশ্যাল মিডিয়া বিষয়ক সচেতনতা শিবির

শুভ আচার্য্য কালিয়াগঞ্জ,২ এপ্রিল: মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের তরঙ্গপুর এন কে উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এবং বিদ্যালয়ের এন এস এস ইউনিটের ব্যবস্থাপনায় কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের সহযোগিতায় একটি সচেতনতা মূলক সোশ্যাল মিডিয়া বিষয়ক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।আলোচনার বিষয় বস্তু ছিল বর্তমান সমাজে “সোশ্যাল মিডিয়া আশীর্বাদ না অভিশাপ”।উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের বর্ষীয়ান সাংবাদিক সঙ্গীত শিল্পী ও আকাশবানীর গীতিকার তপন চক্রবর্তী,বিশিষ্ট সাংবাদিক অনির্বাণ চক্রবর্তী,সাংবাদিক ভাস্কর রায়,কে আই টি ইমের কর্নধার ড: সুরজিৎ ঘোষ,এভজহিরউদ্দিন আহেমদ তরঙ্গপুর উচ্চ বিদ্যালয়ের এন এস এস ইউনিটের প্রোগ্রাম অফিসার জহিরউদ্দিন আহেমদ,প্রীতম পাল মজুমদার।

 

কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের বর্ষীয়ান সাংবাদিক তপন চক্রবর্তী,তার বক্তব্যে বলেন এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার ভূমিকা অনস্বীকার্।তিনি বলেন সোশ্যাল মিডিয়ার খারাপ দিক সম্পর্কে আমাদের বিদ্যালয়ের উঠতি পড়ুয়াদের অত্যন্ত সতর্ক থাকতে হবে,চোখ কান খোলা রাখতে হবে নিজের ভালোর জন্যই।সোশ্যাল মিডিয়াকে যে যেমন ভাবে চাইবে সে তেমন ভাবেই।পাবে।তাই ছাত্র ছাত্রীদের কাছে বিশেষ আবেদন তোমরা তোমাদের জীবনের প্রতিষ্ঠার স্বার্থে সমাজের মঙ্গলের স্বার্থে সেই মিডিয়া থেকে ভালো খবর সংগ্রহ করবে।অনেকেই সোশ্যাল মিডিয়ার সাহায্যে নিজের সুন্দর ফুলের মত জীবনকে অতি অল্প সময়ের মধ্যে শেষ করছে।আবার যারা নিজের ভালো চায় তারা সেই ভাবেই ব্যাবহার করছে।

সাংবাদিক অনির্বাণ চক্রবর্তী তার বক্তব্যে বলেন সোশ্যাল মিডিয়া আমাদের এমন একটা জায়গায় নিয়ে গেছে যেখানে সদ্যজাত শিশুও মোবাইলের ছবি ছাড়া দূধ খেতে চায়না, মাকে বাচ্চাকে ভাত মাখিয়ে খেতে দেবার সময় সোশ্যাল মিডিয়ার সাহায্য নিতে হচ্ছে?অনির্বাণ চক্রবর্তী বলেন মোবাইল ছাড়া এই মুহূর্তে সবাই অসহায়।সোশ্যাল মিডিয়ার সাহায্য নেব ভালো কথা।কিন্তু সেটা ,নিজেকে সমাজে প্রতিষ্ঠা করবার জন্য,সমাজের ভালো কাজের জন্য এবং পরিশেষে নিজের পরিবারের সন্মান উর্ধ্বে তুলে ধরার স্বার্থের কথা ভেবে।

সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গায় পৌঁছে গেছে যাকে বাদ দিয়ে চলা সম্ভবপর নয়। কিন্তূ সোশ্যাল মিডিয়া থেকে আমাদের উঠতি পড়ুয়াদের সজাগ থাকতে হবে।সেখান থেকে ছাত্র ছাত্রীদের ভালো টুকু গ্রহন করে খারাপ টুকু অবশ্যই নিজেদের স্বার্থেই বর্জন করতে হবে। সোশ্যাল মিডিয়ার উপর আলোচনার পর বুনিয়াদপুর কে আই টি এমের কর্ণধার ড:সুরজিৎ ঘোষ তরঙ্গপুর উচ্চ বিদ্যালয়ের এন এস এস ইউনিটের ছাত্র ছাত্রীদের নিয়ে কাউন্সিলিং করেন।ছাত্র ছাত্রীদের ভবিষ্যতে কে কি করতে চায় তার একটা প্রাথমিক ধারনা কাউন্সিলিংয়ের মাধ্যমে সংগ্রহ করে।কে আই টি এমের পক্ষে উপস্থিত ছিলেন অধ্যাপক প্রীতম পাল মজুমদার।ছাত্রদের পক্ষে বক্তব্য রাখে আবু তালেব,পীতাম্বর বর্মন এবং ছাত্রীদের পক্ষে বতব্য রাখেন অঙ্কিতা আইন।অনুষ্ঠান শেষে উপস্থিত ছাত্র ছাত্রীদের সংশা পত্র তাদের হাতে তুলে দেওয়া হয়।সমগ্র অনুষ্ঠানটি সুচারু রূপে পরিচালনা করেন তরঙ্গপুর উচ্চ বিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষক মোঃ ইজাবুল হক।গত ২৭ মার্চ থেকে এন এস এস ইউনিটের এই স্পেশাল সচেতনতা শিবির চলছিল বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *