পৌর সভায় স্কুলের পোশাক সেলাই প্রশিক্ষণ শিবির –
1 min readপৌর সভায় স্কুলের পোশাক সেলাই প্রশিক্ষণ শিবির –
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৮মার্চ:রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের পোশাক দিয়ে থাকে রাজ্য সরকার।উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌর এলাকার প্রাথমিক বিদ্যালয় গুলিতে যে সমস্ত ছাত্র ছাত্রীদের পোশাক দেওয়া হবে পৌর এলাকার স্বর্ণ জয়ন্তী গ্রুপের মহিলাদের দিয়ে
সেই সব পোশাক তৈরি করা হবে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়।,কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা বলেন কালিয়াগঞ্জ শহরের পৌর এলাকার স্কুল গুলিতে ছাত্র ছাত্রীদের যে স্কুল ড্রেস দেওয়া হবে সেই সব ড্রেস এই প্রশিক্ষণ প্রাপ্ত মহিলাদের দ্বারাই রতৈরী করা হবে।
এর ফলে এই পিছিয়ে পরা মহিলারা এর থেকে আয়ের একটা পথ পাবে বলে তিনি মনে করেন।পৌর সভার নির্বাহী আধিকারিক বিকাশ রায় বলেন এই প্রশিক্ষণ চলবে এপ্রিল মাসের ১৫তারিখ পর্যন্ত। দিন ।কালিয়াগঞ্জ পৌর সভার স্বর্ণ জয়ন্তী গ্রুপের মহিলারা এই প্রশিক্ষণ প্রচন্ড খুশি। তারা বলেন এই ধরনের কাজ যদি আমরা সব সময় পাইতাহলে আমাদের সংসার চালাতে সমস্যা হবে না।প্রশাসন।আমাদের সবসময কাজের মধ্যেই রাখুক এটাই আমাদের দাবি।