কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে বামেদের ডাকা বন্ধের প্রথম দিন কালিয়া গঞ্জে ব্যাপক প্রভাব পড়লো
1 min readকেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে বামেদের ডাকা বন্ধের প্রথম দিন কালিয়া গঞ্জে ব্যাপক প্রভাব পড়লো
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ২৮মার্চ:কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে বামপন্থী শ্রমিক সংগঠনগুলোর ডাকা বন্ধে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ব্যবসায়িক শহরে বন্ধের প্রথম দিন ব্যাপক প্রভাব পড়ে।সোমবার সকাল থেকে সমস্ত বেসরকারি গাড়ির চাকা ঘো ঘোরেনি,শহরের সমস্ত ব্যাংক, পোস্ট অফিস,জীবন বীমার মত অফিসের দরজা বন্ধ ছিল
,শহরের দোকান পাঠ অধিকাংশই ছিল বন্ধ থাকলেও সব্জির বাজার ও মাছের বাজার বিক্ষিপ্ত ভাবে খোলা ছিল।রেল ও সরকারি বাস যথারীতি চলাচল করে।তবে রাজ্য সরকারের অফিসগুলো যথারীতি সচল ছিল।বাম পন্থী শ্রমিক সংগঠন গুলির দুই দিনের ডাকা বন্ধের প্রধান দাবি ছিল শ্রমিক স্বার্থ বিরোধী নুতন ৪টি শ্রম কোড বাতিল,কেন্দ্রের নুতন বিদ্যুৎ বিল বাতিল,রেল বীমা, ব্যাংক সহ রাষ্ট্রায়ত্ত্ব সংস্থার বেসরকারি করন বন্ধ করার সাথে সাথে পেট্রোল,ডিজেল,রান্নার গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে হবে।সকাল থেকেই স্থানীয় বাম শ্রমিক সংগঠনের নেতা জ্যোতি ভ্দ্র মনোরঞ্জন পাটোয়ারী,সুদীপ চন্দ, দীগেন রায় সহ বাম সমর্থকেরা বিভিন্ন সংস্থার সামনে পিকেটিং করে বন্ধকে সফল করবার কারনে।