December 26, 2024

প্রথম সাংবাদিক সম্মেলনে বিরোধীদের উদ্দেশ্যে কালিয়াগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান ঈশ্বর রজক বললেন “হাতি চলতা হ্যায় আর কুত্তা ভুক্তা হ্যায়”-

1 min read

প্রথম সাংবাদিক সম্মেলনে বিরোধীদের উদ্দেশ্যে কালিয়াগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান ঈশ্বর রজক বললেন “হাতি চলতা হ্যায় আর কুত্তা ভুক্তা হ্যায়“-

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৬ মার্চ:জীবনের প্রথম দিন কালিয়াগঞ্জ পৌর সভার ভাইস চেয়ারম্যানের পদ পেয়েই ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ভাইস চেয়ারম্যান ঈশ্বর রজক সম্পর্কে সর্বত্রই যে কথাতা বহুল প্রচারিত আছে যে তিনি নিজেকে অনেক কিছুই মনে করেন, অত্যন্ত অহংকারী তা তার কথাতেই তিনি নিজের রূপ প্রকাশ করলেন।সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি তার আসল পরিচ়য় দিয়ে বললেন “হাতি চলতা হাই কুকুর ভূক্তা হাই। আসলে যার স্বভাব অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কালিয়াগঞ্জ পৌরসভাভাইস চেয়ারম্যানের দায়িত্ব পেলেন ঈশ্বর রজক তার স্বভাবের প্রকাশ যেকোন সময় প্রকাশ হতেই পারে।তাই তার যেমন স্বভাব ঠিক তার মুখ থেকে সেই ভাবেই ভাষা প্রকাশ হবে।

আজ প্রথম দিনই তার স্বভাব এবং অহংকারের বী প্রকাশ ঘটলো।সাংবাদিকরা প্রত্যেকেই তার মিষ্টি মধুর কথা শুনে কথা প্রথম দিন প্রত্যেকেই ছি ছি করেছে বলে জানা যায়।সাংবাদিকরা ভাইস চেয়ারম্যান ঈশ্বর রজকের প্রথম দিনের এই ধরনের নিম্ন মানের কথা শুনে অনেকে বলেই ফেললেন ওনার কাছ থেকে এটাতো প্রথম ট্রেলার হিসাবে শোনালেন।এর পর আরো অনেক নুতন নুতন কথা অনেক কেই শুনতে হবে।কারন এটাই নাকি ওনার সংস্কৃতি। কালিয়াগঞ্জ পৌর নাগরিকরা অনেকেই বলছেন প্রথম দিন এত কুরুচিপূর্ন কথা না বললেও বলতে পারতেন।কিন্তু তা কি করে হয়। যার যেটা স্বভাব তার কথা বার্তার মধ্যে দিয়ে তাতো প্রকাশ হতেই হবে।তাই প্রথমদিনেই বিরোধী দলের কাউন্সিলরদের কুত্তার সাথে তুলনা করে দেখিয়ে দিলেন তিনি গাধা থেকে নাকি শনিবার হাতিতে পরিনত হয়ছেন।যা অনেকেই এই নুতন সংবাদটি জানতে পারলো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *