রামপুরহাটের গণহত্যা নিয়ে রিপোর্ট চাইল স্বরাষ্ট্রমন্ত্রক, আসছে কেন্দ্রীয় দল
1 min readরামপুরহাটের গণহত্যা নিয়ে রিপোর্ট চাইল স্বরাষ্ট্রমন্ত্রক, আসছে কেন্দ্রীয় দল
বীরভূমের রামপুরহাটের বাগটুই গ্রামের গণহত্যার ঘটনা নিয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করল স্বরাষ্ট্রমন্ত্রক। ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে গোটা ঘটনার রিপোর্ট পাঠাতে হবে রাজ্যকে। পাশাপাশি, আগামী ৭২ ঘণ্টার মধ্যে পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসবে কেন্দ্রের যুগ্ম সচিব পর্যায়ের আধিকারিকদের এক প্রতিনিধি দল।যদিও কেন্দ্রের এমন অতি সক্রিয়তাকে বিঁধেছেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।গতকাল সোমবার রাতে খুন হন রামপুরহাটের বরশাল পঞ্চায়েতের উপপ্রধান তথা স্থানীয় তৃণমূল নেতা ভাদু শেখ।
এলাকায় যথেষ্টই জনপ্রিয় ছিলেন তিনি। খুনের ঘটনার পরেই গ্রামে পালটা অশান্তি ছড়িয়ে পড়ে। রাতেই কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ওই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে গ্রামবাসীদের অভিযোগ।ঘটনার খবর জানতে পারার পরেই কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। দুঁদে পুলিশ কর্তা জ্ঞানবন্ত সিংযের নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। স্থানীয় থানার ওসি ও রামপুরহাটের মহকুমা পুলিশ আধিকারিককে সরিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।রামপুরহাটের ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে ইতিমধ্যেই আসরে নেমে পড়েছে বঙ্গ বিজেপির নেতারা। একদিকে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। সিবিআই ও এনআইএ’কে দিয়ে তদন্তের দাবি তুলেছেন বিজেপি পরিষদীয় দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন বঙ্গ বিজেপির মুখিয়া সুকান্ত মজুমদার। বৈঠক শেষে তিনি দাবি করেন, ‘রামপুরহাটের ঘটনা নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। পাশাপাশি ঘটনার তদন্তে স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্মসচিব পদমর্যাদার আধিকারিকরাও রামপুরহাটে আসছেন।’