December 26, 2024

সোমের রাতেই ঘূর্ণিঝড় হবে ‘অশনি’, হালকা বৃষ্টির সম্ভাবনা দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে

1 min read

সোমের রাতেই ঘূর্ণিঝড় হবে ‘অশনি’, হালকা বৃষ্টির সম্ভাবনা দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে

কয়েক ঘণ্টার মধ্যেই আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ের আকার নেবে উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর থাকা গভীর নিম্নচাপ। ঘূর্ণিঝড়় তৈরি হওয়ার পর তা উত্তর দিকে অগ্রসর হয়ে মায়ানমার উপকূলের দিকে অগ্রসর হবে। সোমবার পূর্বাভাস দিয়ে এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর।সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ ওই গভীর নিম্নচাপটি উত্তরে ১২.৩ ডিগ্রি অক্ষরেখা এবং পূর্বে ৯৩.৮ ডিগ্রি দ্রাঘিমারেখায় অবস্থান করছিল। ওই এলাকা আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে ১৪০ কিলোমিটার পূর্ব ও উত্তর-পূর্বে, মায়াবন্দর থেকে ১২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে আর মায়ানমারের ইয়াঙ্গন থেকে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ৫৬০ কিলোমিটার দূরে অবস্থিত।

হাওয়া অফিস জানায়, উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ববঙ্গোপসাগরের উপর থাকা গভীর নিম্নচাপটি উত্তর দিকে এগিয়ে আর ঘনীভূত হয়ে সোমবার রাত ১১টা নাগাদ ঘূর্ণিঝড়় ‘অশনি’-তে পরিণত হবে। এবং পরবর্তী ৪৮ ঘণ্টা ধরে তা আন্দামান দ্বীপপুঞ্জ বরাবর মায়ানমার উপকূলের দিকে অগ্রসর হতে থাকবে। ২৩ মার্চ সকালের দিকে ‘অশনি’র মায়ানমারের তান্ডওয়ে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।’অশনি’ প্রভাব বাংলায় বিশেষ ভাবে না পড়লেও সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং মঙ্গলে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হতে পারে। যদিও এর সঙ্গে গভীর নিম্নচাপের কোনও সম্পর্ক নেই। আগামী চার পাঁচ দিন রাজ্যে তাপমাত্রা কমারও কোনও সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে দু’-চার ডিগ্রি বেশিই থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *