December 26, 2024

ডালখোলা পৌরসভার নতুন পৌরবোর্ড গঠন হলো আজ। চেয়ারম্যান হলেন স্বদেশ চন্দ্র সরকার

1 min read

ডালখোলা পৌরসভার নতুন পৌরবোর্ড গঠন হলো আজ। চেয়ারম্যান হলেন স্বদেশ চন্দ্র সরকার

প্রদীপ সিনহা উত্তর দিনাজপুর স্ট্রেচারে করে এসে পুরো বোর্ড গঠনের জন্য পৌরসভায় এলেন অসুস্থ 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিবি তবোসুম খাতুন। উত্তর দিনাজপুর জেলার ডালখোলা পৌরসভা চতুর্থ পৌরবোর্ড গঠন হলো আজ। পৌরোবোর্ড 16 সদস্যের সর্বসম্মতিক্রমে স্বদেশ চন্দ্র সরকার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাকে পৌরসভার চেয়ারম্যান পদে মনোনীত করেন।

অপর দিকে ভাইস চেয়ারম্যান মোঃ ফিরোজ আহমেদ ডালখোলা পৌরসভা নবনির্বাচিত উপ পৌর পিতা হিসেবে শপথ নেন। পৌর কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান জেলা আধিকারিক সুব্রত মহত ডিআরডিসি উত্তর দিনাজপুর। আজ সমস্ত কাউন্সিলররা শপথ বাক্য পাঠ করেন ও তারপর তাদের মধ্য থেকেই স্বদেশ চন্দ্র সরকার কে পৌরসভার পৌর পিতা হিসেবে মনোনীত করেন।

স্বদেশ বাবু বলেন ডালখোলা একাধিক উন্নয়নের কাজ তিনি করবেন। অপরদিকে আজকে উপস্থিত ছিলেন করণ দীঘির বিধায়ক গৌতম পাল তিনি বলেন ডালখোলা পৌরসভার একাধিক উন্নয়ন হবে তার মধ্যে থেকে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের থেকে বেশকিছু টেন্ডার হয়েছে পথবাতি সহ রাস্তার করা হবে। তিনি বলেন ডালখোলা পৌরসভা অনেক উন্নয়ন করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *