December 26, 2024

উত্তর দিনাজপুর জেলা পরিষদের নতুন পূর্ত কর্মাধ্যক্ষ হলেন পূজা আচার্যর জায়গায় গোলাম রসূল।

1 min read

উত্তর দিনাজপুর জেলা পরিষদের নতুন পূর্ত কর্মাধ্যক্ষ হলেন পূজা আচার্যর জায়গায় গোলাম রসূল।

অঙ্কিতা পালের রিপোর্ট বর্তমানের কথা আজ উত্তর দিনাজপুর জেলা পরিষদের নতুন পূর্ত কর্মাধ্যক্ষ হলেন পূজা আচার্যর জায়গায় গোলাম রসূল।আজ রায়গঞ্জ কর্ণজোড়া তে জেলা পরিষদ ভবনে দলের কর্মকর্তাদের সম্মতিতে নতুন জেলার পূর্ত কর্মাধ্যক্ষ রূপে গোলাম রসুলকে নির্বাচিত করা হলো।এর আগে পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ হিসাবে নিযুক্ত ছিলেন পূজা আচার্য ।

যাকে দল দল বিরোধী কার্যকলাপ এর জন্য তাঁকে তাঁর পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ পদ থেকে বহিস্কৃত করে।আজ সকলের সম্মতিতে নতুনভাবে জেলা পরিষদের পূর্ত দপ্তরের পদে নিযুক্ত করলেন গোলাম রসূল মনিকে।আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন করদিঘি বিধায়ক গৌতম পাল, যুবনেতা নাফে হাবিব, গোয়ালপুকুর 1 নং ব্লকের পঞ্চায়েত সমিতি অধ্যক্ষ ,সহ অন্যান্য কর্মকর্তারা।

আজ নতুন কর্মদক্ষ রূপে মনোনীত হয় যখন গোয়ালপোখর এ পা রাখলেন তখন সাথে সাথে পাৰ্টি অফিসের সামনে সকল তৃণমূল সদস্যরা তাকে সংবর্ধনা জানালেন এবং বাজি পটকা ফাটিয়ে সবুজ আবির রং মেতে উঠে।।এদিন সকল তৃণমুল সদস্য দের আনন্দ ছিলো চোখে পড়ার মতন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *