উত্তর দিনাজপুর জেলার চোপড়া তে বিএসএফ এর গাড়ির সঙ্গে স্কুটির সংঘর্ষ মৃত এক আহত এক
1 min readউত্তর দিনাজপুর জেলার চোপড়া তে বিএসএফ এর গাড়ির সঙ্গে স্কুটির সংঘর্ষ মৃত এক আহত এক
রাকেশ রায় চোপড়া উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের মোলানি গ্রাম সংলগ্ন পেট্রলপাম্পের সামনে বিএসএফের গাড়ির সঙ্গে একটি স্কুটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মৃত্যু হয় এক জনের ।গুরুতর আহত হয় একজন । এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা যায় আরিজ আফতাব (12) বাড়ি ডালখোলা এবং শোয়েব আক্তার (16) বাড়ি লক্ষীপুর নকশারগজ দুই মাসতুতো ভাই কাচাকালি থেকে চোপড়ার দিকে বেড়ানোর উদ্দেশ্যে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বি এস এফের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হওয়ায় ঘটনাস্থলেই আরিজের মৃত্যু হয় এবং শোয়েব আক্তার গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চোপড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে প্রাথমিক চিকিৎসা করার পর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাস্থলে ছুটে আসে চোপড়া থানার বিশাল পুলিশবাহিনী। তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে ইসলামপুর থানায় নিয়ে যাওয়ার পর সেখান থেকে ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করেন।