December 25, 2024

রবিবার সকাল থেকেই বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রচারে পার্ক সার্কাসে দেখা গেল তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়কে

1 min read

রবিবার সকাল থেকেই বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রচারে পার্ক সার্কাসে দেখা গেল তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়কে

রবিবার সকাল থেকেই বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রচারে পার্ক সার্কাসে দেখা গেল তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়কে। এদিন সকাল থেকেই কখনও সাধারণ মানুষের সঙ্গে আড্ডা ফুটবল খেলে চায়ের কাপে চুমুক দিয়ে প্রচার সারলেন তৃণমূল প্রার্থী। এমনিতেই প্রার্থী ঘোষণার পর থেকেই বালিগঞ্জে বাবুল সুপ্রিয়কে নিয়ে ক্ষোভ রয়েছে সংখ্যালঘুদের মধ্যে।আসানসোলের একটি বিশেষ ঘটনাকে কেন্দ্র করে তারা প্রার্থী হিসাবে এই সেলিব্রিটিকে মেনে নিতে পারছেন না। প্রচারে তাই সংখ্যালঘু অধ্যুষিত পার্কসার্কাস এলাকায় জন সংযোগে জোর দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। প্রসঙ্গত শবেবরাত উপলক্ষে গত শুক্রবার একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বাবুল সুপ্রিয়। সেখানে ফেজ টুপি পড়ে সংখ্যালঘু মানুষ জনের সঙ্গে জন সংযোগ করতে দেখা যায় ‘কহনা পেয়ার হে’ গায়ককে। আর এই নিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে বিঁধতে ছাড়েননি

বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। সকালে প্রাত ভ্রমণে বেরিয়ে বাবুল সুপ্রিয়কে কটাক্ষ ছুঁড়ে দিলেন। তিনি বলেন, আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই সবে তো টুপিটা পড়লেন এবার লুঙ্গি কবে পরবেন সেটাও জানিয়ে দিন’। গত শনিবার ভবানীপুরে প্রচারে গিয়ে দিলীপ ঘোষকে জোকার বলে কটাক্ষ করেছেন বাবুল। এ দিন তার পাল্টা হিসেবে দিলীপ ঘোষকে বলতে শোনা যায়, কে জোকার তা লোকে দেখেছে। পার্টি চেঞ্জ করার সাথে সাথে বেশভূষাও চেঞ্জ হচ্ছে। নৈতিক দিক থেকে উনি সব জায়গায় হেরে গিয়েছে। এখন কোনমতে হাতে-পায়ে ধরে মন্ত্রি হবার চেষ্টা করছেন।

ওনার আর কিছু চাইনা শুধু একটা মন্ত্রিত্ব সিকিউরিটি আর একটা গাড়ি চাই। এটাই ওনার জীবনের লক্ষ্য।প্রচারে নেমে বিজেপিকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ তৃণমূল প্রার্থী। বাবুল সুপ্রিয় বলেন, আমি দিলীপ ঘোষের কোনও বক্তব্যের জবাব দিতে চাইনা। দলত্যাগ নিয়ে নতুন করে কিছু বলার নেই। সবাই এখন জানে কি কারনে আমি দলত্যাগ করেছি। তবে দল ছেড়ে দিয়ে সংসদ আঁকড়ে বসে থাকেনি। দিলীপ বাবুদের তাদের দলের নেতা-নেত্রীদের মনে করানো উচিত অনেকেই দল ছেড়ে গিয়েও সাংসদ পদ আঁকড়ে বসে আছেন। তাদের মুখে অন্তত এই সব নীতি-নৈতিকতা মানায় না।এ দিন রবিবাসরীয় প্রচারে তৃণমূল প্রার্থীকে হাতের কাছে পেয়ে আপ্লুত সাধারণ মানুষ। বিশেষ করে তাকে কখনও ফুটবল পায়ে, কখনো ক্যারাটে করতে দেখে তাদের আনন্দের শেষ নেই। এদিন দিনভর প্রচার সারবেন বাবুল।দুপুরে মধ্যাহ্নভোজ বিকালে দুটি কর্মিসভা রয়েছে তার। মোটের উপর সকাল থেকেই জমজমাট উপনির্বাচনের প্রচার।

 

6 thoughts on “রবিবার সকাল থেকেই বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রচারে পার্ক সার্কাসে দেখা গেল তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়কে

  1. We work in system transformation and, in those efforts, we must address structural racism and other forms of oppression which live at the core of health disparities priligy pills Virtually there are heirlooms still as that cultivation was spun to give jesus, the courts of purpose seriously are wielded out to deliver

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *