December 26, 2024

ট্যাপ কল বসলেও আসেনা জল,ক্ষোভ ওয়ার্ড বাসীদের মধ্যে

1 min read

ট্যাপ কল বসলেও আসেনা জল,ক্ষোভ ওয়ার্ড বাসীদের মধ্যে

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ১৭ মার্চ:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌর সভার বিভিন্ন ওয়ার্ডে গরম পডতেই প্রচন্ড পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে।ভোট আসে ভোট যায় তাই রাজনৈতিক নেতাদের জল পৌঁছে দেবার কোন মাথা ব্যাথা নেই।পৌর ভোটের দুই মাস আগে কালিয়াগঞ্জ পৌর সভার বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেবার কাজ পৌর সভা শুরু করে শুধুমাত্র ভোটার প্রচারের স্বার্থে।

 

বিভিন্ন ওয়ার্ডের নাগরিকদের অভিযোগ, পৌর সভার পক্ষ থেকে বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল দেবার প্রচারের জন্য কিছু কিছু ট্যাপ কল বসানো হলেও তা দিয়ে সাধারণ মানুষের কোন কাজে লাগে নি।যে কয়টি ট্যাপ কল বসানো হয়েছিল তাদিয়ে জল পড়েনা। বিভিন্ন ওয়ার্ডের পক্ষ থেকে বার বার পৌর সভায় গিয়ে অভিযোগ জানিয়ে এলেও কাজের কাজ কিছুই হয়নিসাধারণ মানুষ পৌরসভার পরিষেবা না পেয়ে প্রচণ্ড ক্ষুব্ধ।দের মাসের উপর জল না পাওয়ায়। বাধ্য হয়ে অন্য স্থান থেকে প্রয়োজনীয় জল এনে কাজ সাড়ে বলে ক্ষুব্ধ ওয়ার্ড বাসীরা।জানা যায় ১৪ বছর পূর্বে কালিয়াগঞ্জের ভূমি পুত্র তথা প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয় রঞ্জন দাশমুন্সি ২০০৭- ২০০৮ সালে কেন্দ্রীয় সরকারের জওহরলাল নেহেরু আরবান রিনিউয়াল মিশন প্রকল্পের মাধ্যমে ১১ কোটি ৬৭লক্ষ টাকা এনে কালিয়াগঞ্জ কংগ্রেস পরিচালিত পৌরসভাকে দেয়। বরাদ্দকৃত টাকা কালিয়াগঞ্জ শহরের দুই প্রান্তে দুটি বৃহদাকার জলাধার সহ ১৭ টি ওয়ার্ডের নাগরিকদের বিশুদ্ধ পানীয় জল দেবার জন্য পাইপ লাইন পাতার কাজ শেষ করে। কংগ্রেস পরিচালিত পৌর বোর্ডের প্রয়াত পৌর পিতা অরুণ দে সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন ২০১৫সালের মধ্যেই কালিয়াগঞ্জ পৌর সভার ১৭টি ওয়ার্ডের নাগরিকদের তিনি বিশুদ্ধ পরিশ্রুত পানীয় জল ঘরে ঘরে পৌঁছে দেবে।কিন্তু তা আর পেরে ওঠেনি।কারন একটানা ২২বছর কালিয়াগঞ্জের পৌর পিতা থাকার পর ২০১৬সালে কংগ্রেস থেকে নির্বাচিত ১২জন কাউন্সিলর তৃণমূল দলে গেলে কংগ্রেসের পৌর বোর্ড ভেঙ্গে যায়।পরবর্তীতে তৃণমূলের পৌর বোর্ড আসার পর মাঝে মধ্যে দুই একটি ওয়ার্ডে অতি পরিচিত মুখ দেখে দেখে ঘরে ঘরে সামান্য কিছু জলের ট্যাংক করে দেওয়া হলেও অধিকাংশ মানুষ এখনো পৌর শহরে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত।যদিও কালিয়াগঞ্জ পৌর সভার নির্বাহী আধিকারিক বিকাশ রায় এক প্রশ্নের উত্তরে বলেন আগামী ২৫ শে মার্চ কালিয়াগঞ্জ পৌরসভা নতুন বোর্ড গঠন হবে। নতুন পর্ব গঠন হলেই এবার পূর্ণ উদ্যমে ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল দেবার ব্যবস্থা করা হবে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *