December 26, 2024

প্রাথমিক বিদ্যালয়ে আগাম বসন্ত বন্দনার অনুষ্ঠান করে অক্সিজেন পেল কচিকাচারা

1 min read

প্রাথমিক বিদ্যালয়ে আগাম বসন্ত বন্দনার অনুষ্ঠান করে অক্সিজেন পেল কচিকাচারা

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৭মার্চ,বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের সিংতোর নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ের কচি কাচাদের নিয়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা আগাম বসন্ত বন্দনায় মেতে ওঠে। বৃহস্পতিবার সিংতোর নিম্ন বুনিয়াদী বিদ্যালয় প্রাঙ্গণে সঙ্গীত নৃত্যের পূর্বে এলাকায় সারিবদ্ধ ভাবে পথ পরিক্রমা করে। আগাম বসন্ত উৎসবের আয়োজন করায় বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা দীর্ঘদিন পর অনেকটাই অক্সিজেন পায় বলে এলাকাবাসী মনে করে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বলে আমাদের খুব ভালো লাগছে।

অনেক দিন পর আমরা সবাই একসাথে মিলিত হয়ে বসন্ত উৎসব করতে পেরে।দীর্ঘ দিন বাদে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা একত্রিত হয়ে এমন একটি সুন্দর অনুষ্ঠান করবে তারা নিজেরাই ভাবতে পারেনি।কচিকাচারা ফাগুন এসেছে বনে বনে,ওরে গৃহ বাসী গানের সাথে

নৃত্য যেন মিলে মিশে একাকার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্যোমকেশ রায় জানান দীর্ঘদিন পর এই অনুষ্ঠানের মাধ্যমে আমার বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অনেকটাই অক্সিজেন ফিরে পেল বলে মনে করছি। শিক্ষিকা অর্পিতা চক্রবর্তী দেবগুপ্ত বলেন দীর্ঘ দুই বছর আমরা বিদ্যালয় কোন অনুষ্ঠান করতে পারিনি আজকে আগাম বসন্ত বন্দনা করে শুধু ছাত্র-ছাত্রীরাই নয় আমরাও অনেকটা অক্সিজেন পেলাম।

বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা নিত্য সঙ্গীত এর মাধ্যমে একে অপরকে আবির মাখিয়ে রাঙ্গিয়ে দেয় শিক্ষক-শিক্ষিকারাও আগাম বসন্ত বন্দনায় বৃহস্পতিবার মেতেছিলেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *