December 26, 2024

আগামী ২৫ তারিখ কালিয়াগঞ্জ এ তৃণমূল পৌর বোর্ড করতে পারবে তো ? এটাই এখন লাখ টাকার প্রশ্ন

1 min read

আগামী ২৫ তারিখ কালিয়াগঞ্জ এ তৃণমূল পৌর বোর্ড করতে পারবে তো ? এটাই এখন লাখ টাকার প্রশ্ন

তন্ময় চক্রবর্তী আগামী ২৫ তারিখ যতই এগিয়ে আসছে কালিয়াগঞ্জ এ খেলা ততই জমে উঠছে।শাসক না বিরোধী দল বিজেপি কে পৌরসভা দখল করবে ?  সে নিয়ে ইতিমধ্যে কালিয়াগঞ্জ এর নাগরিকরা চরম উৎকণ্ঠায় রয়েছে।তবে খেলার গতি প্রকৃতি দেখে মনে হচ্ছে আগামী ২৫  তারিখ ফাইনাল খেলা তে কে শেষ হাসি হাসবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।অনেকেই হয়ত ভাবছেন এ আবার কি।শাসক দল তো দশ টি আসন পেয়েছে ।

তাহলে বোর্ড গঠন করতে কি অসুবিধা আছে।কিন্তু না বিরোধীরা ৬ টি আসন পাওয়ায় কিছুটা হলেও আশঙ্কা র কালো মেঘ দেখা দিয়েছে কালিয়াগঞ্জ এর তৃণমূলের অন্দরে।কারণ একটাই এবার নির্বাচনে কালিয়াগঞ্জ এ  তৃণমূলে অনেক গুলো উইকেটের ইন্দ্রপতন হওয়াতে জল আরো ঘোরালো হয়ে উঠছে।বিরোধীদের দরকার মাত্র তিনটি উইকেট।তাহলেই কেল্লা ফতে ।

তাই তলে তলে বিরোধী শিবির দাবার ছলে অত্যন্ত গোপন ভাবে এখন থেকেই গুটি সাজাতে শুরু করে দিয়েছে।গোপন সূত্রে জানা যায় ইতিমধ্যে চারজন তৃণমূলের কমিশনাররা মৌখিক ভাবে আশ্বাস দিয়েছে বিরোধী বিজেপিকে।যদি ভোট হয় তাহলে তারা বিরোধী শিবিরে ভোট দিতে প্রস্তুত হয়ে রয়েছে।কে কে রয়েছে সেই তালিকায় সেটা অত্যন্ত গোপন ব্যাপার তাছাড়া তাদের নিরাপত্তা র ব্যাপার আছে বলে আমরা তাদের নাম প্রকাশ করছি না।তবে ২৫ তারিখে যে খেলা হবে সবার সামনে সেটা কিন্তু পরিষ্কার।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কমিশনার বলেন বিরোধী শিবিরের কার্তিক কে দেখেই তারা তাকে আশ্বাস দিয়েছে।এদিকে দিন যতই এগিয়ে আসছে ততই খেলা অন্যদিকে বাক নিচ্ছে তা নিঃসন্দেহে বলা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *