চোপড়া তে পঞ্চম বার বিয়ে করতে গিয়ে ধরা পড়ে গেল যুবক
1 min readচোপড়া তে পঞ্চম বার বিয়ে করতে গিয়ে ধরা পড়ে গেল যুবক
রাকেশ রায় ঃ- চার চারটে বিয়ে করার পর পাঁচ নম্বর বিয়ে করতে গিয়ে ধরা পড়ল যুবক। ঘটনাটি চোপড়া ব্লকের মাঝিয়ালি অঞ্চলের নারায়ণপুর গ্রামের। স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়নপুর গ্রামের বাসিন্দা মহঃ গাঁঠি র মেয়ে ফজিরন নেশার বিয়ে ঠিক হয়েছিল আবুল হোসেন নামের এক যুবকের সঙ্গে। মেয়ের পরিবার সূত্রে জানা গেছে, আবুল হোসেন তার বাড়ি বলেছিল চোপড়া থানার কাটগা এলাকায় এবং তাঁর মা বাবা নেই এক দাদা রয়েছে কিন্তু দাদার সঙ্গে ভাল সম্পর্ক না থাকায় সে একা থাকে এবং সে অবিবাহিত।
মেয়ের বাড়ির লোক ছেলের বাড়ি ঘর দেখতে ছেলের বাড়ি যেতে চাইলে বিভিন্ন কারন দেখিয়ে তাদেরকে যেতে দিত না বলে মেয়ের পরিবারের দাবি।বিয়ের সম্বন্ধ ফাইনাল হওয়ার কিছুদিন পর রেজিস্ট্রি বিয়েও হয় বলে জানা গেছে। এরপর ওই যুবক বাড়ির কাজের জন্য বেশ কয়েকবারে মোট এক লক্ষ টাকা মেয়ের বাড়ি থেকে নিয়েছে বলে অভিযোগ মেয়ের পরিবারের।
এরপর মেয়ের বাড়ির লোক কাটগা এলাকায় খোঁজ খবর নিয়ে জানতে পারে যে আবুল হোসেন এর বাড়ী কাটগা য় নয় কমল গছ এলাকায় এবংওই যুবক এর আগে চারটি বিয়ে করেছে বলে মেয়ের পরিবারের লোক জানতে পারে। এরপর গতকাল ওই যুবক মেয়ের বাড়িতে আসলে ওই যুবক বাড়িতে আটকে রাখে মেয়ের পরিবার।মেয়ের পরিবার আজ সন্ধ্যায় গ্রামের লোকজন নিয়ে মীমাংসা র মাধ্যমে এই ঘটনার সমাধান করবেন বলে জানা গেছে। যদিও ওই যুবক জানিয়েছে এটি তার তিন নম্বর বিয়ে ।