অবশেষে কালিয়াগঞ্জ পৌরসভার পৌর পতি হলেন তৃণমূল কংগ্রেসের রাম নিবাস সাহা
1 min readঅবশেষে কালিয়াগঞ্জ পৌরসভার পৌর পতি হলেন তৃণমূল কংগ্রেসের রাম নিবাস সাহা
তন্ময় চক্রবর্তী উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর জেলার ৩ টি পুরসভার পুরপতি দের নাম ঘোষণা হয়েছে আজ।জেলা তৃণমূলের সভাপতি কানাইলাল আগরওয়াল এক সাক্ষাৎকারে জানান কালিয়াগঞ্জ পৌরসভার পৌর পতি হয়েছেন রমনিবাস সাহা ,ইসলামপুর পৌরসভার পৌর পতি হয়েছেন কানাইলাল আগরওয়াল এবং ডালখোলা পৌরসভার পৌর পতি হয়েছেন স্বদেশ চন্দ্র সরকার ।
উল্লেখ্য গত ২৭ ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হয় এই তিনটি পৌরসভায় ।গত ২ মার্চ ফল ঘোষণা হলে এই তিনটি পৌরসভায় তৃণমূল একক ভাবে সংখ্যা গরিষ্ঠ আসন দখন করে পৌরসভা দখল করে।কিন্তু পরবর্তীতে এই পৌরসভায় কে হবে পৌর পতি সে নিয়ে সাধারন মানুষের মধ্যে ছিল চরম উৎকণ্ঠা।আজ নাম ঘোষনা হতেই সব উৎকণ্ঠা দুর হয়ে যায়।