December 25, 2024

বসন্তের আগমনী বার্তা ঘরে ঘরে জানান দিতে “ময়ূখী নৃত্য মহাবিদ্যালয়ের” ছাত্রীদের অনারম্বর অনুষ্ঠান-

1 min read

বসন্তের আগমনী বার্তা ঘরে ঘরে জানান দিতে “ময়ূখী নৃত্য মহাবিদ্যালয়ের” ছাত্রীদের অনারম্বর অনুষ্ঠান-

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৪ মার্চ:রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ হাসপাতাল পাড়ার রানিং বুলেট ক্লাবের ফুটবল মাঠে কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী “ময়ূখী নৃত্য মহাবিদ্যালয়ের”ছাত্রীরা বসন্তের আগাম বার্তা শহরের মানুষদের ঘরে ঘরে পৌঁছে দিতে এক অভিনব অনুষ্ঠানের আয়োজন করে।

বিকেলের পড়ন্ত বেলায় নৃত্য মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শ্রাবস্তী মুখার্জীর পরিচালনায় ও নির্দেশনায় বসন্তের আগমনী অনুষ্ঠান রবীন্দ্রনৃত্য ফাগুন হাওয়া সঙ্গীতের নৃত্যের মাধ্যমে শুরু হয়। বসন্তের আগমনী অনুষ্ঠানে বসন্তের ছোঁয়া লাগানো লোক নৃত্য,নজরুল নৃত্য খোলামেলা মাঠে উপস্থিত দর্শকদের বসন্তের আগাম ছোঁয়া স্পর্শ করে।নৃত্য মহাবিদ্যালয়ের অধ্যক্ষা শ্রাবস্তী মুখার্জি অনুষ্ঠানে

উপস্থিত দর্শকদের বাসন্তীক অভিনন্দন জানিয়ে বলেন কালিয়াগঞ্জ শহরের সাংস্কৃতিক পরিমন্ডলে থেকে শহরের কচিকাচাদের নৃত্য শৈলীকে তুলে ধরা আগেও যেমন ছিল,বর্তমানেও যেমন আছে তেমনি ভবিষ্যতেও থাকবে।খোলা আকাশের নীচে এই সুন্দর আগাম বসন্ত উৎসব দেখতে প্রচুর মানুষের সমাগম হয় বলে জানা যায়।

 

7 thoughts on “বসন্তের আগমনী বার্তা ঘরে ঘরে জানান দিতে “ময়ূখী নৃত্য মহাবিদ্যালয়ের” ছাত্রীদের অনারম্বর অনুষ্ঠান-

  1. If you have some issues with your sexual life then don t fret as you can boost your self-esteem and libido with Cialis Super Active priligy canada Many of the men who used ED drugs like Viagra recreationally reported purchasing them online or from offshore pharmacies

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *