মাধ্যমিক পরীক্ষার্থীদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা আলতাপুর হাই স্কুলে
1 min readমাধ্যমিক পরীক্ষার্থীদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা আলতাপুর হাই স্কুলে
প্রদীপ সিনহা করনদিঘী মাধ্যমিক পরীক্ষার্থীদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা বার্তা দিলেন আলতাপুর ১ নং গ্রাম পঞ্চায়েত প্রধান সহ মেম্বারাউওর দিনাজপুর জেলা করণদিঘী ব্লক আলতাপুর হাইস্কুলে মাধ্যমিক পরীক্ষায় বসলেন,করণদিঘী ব্লকের রাঘবপুর হাইস্কুলের মোট 313 জন আলতাপুর হাইস্কুলে পরীক্ষায় বসে।
করোণা ভাইরাস জেরে দুইবছর মাধ্যমিক পরীক্ষা বন্ধ ছিলো, তবে এবছর পরীক্ষা শুরু হয়েছে, এদিন করণদিঘী ব্লকের আলতাপুর ১ নং গ্রাম পঞ্চায়েত উদোগ্য মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে গোলাপ ফুল, ও পিচবোড, কলম, বিস্কুট ,স্কেল, সহ জলের বোতল দেওয়া হয়, এদিন মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য করণদিঘি ব্লকের মোট পরীক্ষার সেন্টার 17:টা
রেগুলার ফিমেল ২৭৯৯ এবং রেগুলার মেল ১৬৯১টোটাল আলতাপুর হাইস্কুলে পরিদশন আসেন, করণদিঘী বিডিও নিতীশ তামাং সহ ডেপুটি ম্যাজিষ্ট ,করণদিঘী থানার আইসি সোমোজিৎ রায়, সহ আলতাপুর ১ নং গ্রাম পঞ্চায়েত প্রধান সুফিয়া খাতুন বিবি, সহ পঞ্চায়েত সকল মেম্বাররা,সমাজ সেবক জিয়াবুল আলী।