মমতার লক্ষী ভান্ডার ম্যাজিক ও শহরের উন্নয়ন মূলক কাজ কার্যত কালিয়াগঞ্জ পৌরসভায় তৃণমূল কে ক্ষমতায় এনে দিয়েছে।
1 min readমমতার লক্ষী ভান্ডার ম্যাজিক ও শহরের উন্নয়ন মূলক কাজ কার্যত কালিয়াগঞ্জ পৌরসভায় তৃণমূল কে ক্ষমতায় এনে দিয়েছে।
তন্ময় চক্রবর্তী উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে পুরভোটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তৃণমূলের জয়ের পথ প্রশস্ত করেছে। শহরজুড়ে বহু উপভোক্তাই এই প্রকল্পের সুবিধা পাওয়ায় তাঁরা ঢেলে ভোট দিয়েছেন বলে মনে করছেন শহরবাসী। শুধু তাই নয়, উপভোক্তার পরিবারের ভোটাররা বাড়ির ‘লক্ষ্মী’দের কথা মেনে নিয়েই ভোট দিয়েছেন। এ নিয়ে দলীয় স্তর তো বটেই, রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে। পুরভোটের ফল প্রকাশিত হওয়ার পরই লক্ষ্মীর ভাণ্ডারকেই জয়ের আসল ফ্যাক্টর হিসেবে তুলে ধরছেন অনেকে। তৃণমূলের দলীয় নেতারাও জয়ের মূল কারণ হিসেবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকেই দেখছেন। গত বিধানসভা নির্বাচনে তৃণমূল যেভাবে বিজেপির থেকে পিছিয়ে পড়েছিল, পুরভোটে লক্ষ্মীদের ভোট পেয়ে জয় হাসিল করেছে। যার ফল হিসেবে 17টি ওয়ার্ডের মধ্যে 10 টি তৃণমূলের ঝুলিতে এসেছে।
এবিষয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ জানান লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে শহরজুড়ে বহু উপভোক্তা সুবিধা পেয়েছেন। তাঁরা এবার ঢেলে ভোট দিয়েছেন। যারজন্য আমরা 10টি ওয়ার্ডে জয় নিশ্চিত করতে পেরেছি। এ ধরনের জনমুখী প্রকল্পের সুবিধা পেয়ে মানুষ আমাদের আশীর্বাদ করেছেন। এর পুরোটাই কৃতিত্ব দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত সরকার বলেন শহরের প্রতিটি ওয়ার্ডে মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেয়েছেন। এটি জনমুখী প্রকল্প। মানুষ এর সুবিধা থেকে বঞ্চিত হতে চাননি।
যার প্রতিফলন মিলেছে ভোটবাক্সে। এতে আমরা আপ্লুত।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হওয়ার পর থেকে কালিয়াগঞ্জ শহরে কয়েক হাজার মহিলা প্রকল্পের টাকা পেয়ে উপকৃত হয়েছেন। পুর নির্বাচনের সময়ই যে কারণে মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছিল। শুধু তাই নয়, ওই সুবিধা প্রাপকদের বাড়ির অন্যান্য সদস্যও এই প্রকল্পের ইতিবাচক সাড়া দিয়ে ভোটবাক্সে তৃণমূলের পক্ষে ভোট দেন। যার প্রতিফলন ফলাফলে দেখা গিয়েছে।পুরভোটের ফলাফল পর্যালোচনা করে দেখা গিয়েছে, 17টি ওয়ার্ডের মধ্যে 10 টিতে লিড দিয়ে নিরঙ্কুশ জয় পেয়েছে তৃণমূল। বাকি কিছু আসনেও সামান্য কিছু ব্যাবধানে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে।যেখানে বিজেপি ও নির্দলের দখলে গিয়েছে। বিধানসভা নির্বাচনে যেখানে তৃণমূল ব্যাপক ভোটে পিছিয়ে ছিল। সেখানে এক বছরের ব্যবধানে ঘুরে দাঁড়িয়েছে তৃণমূল। এ বিপুল ভোট তৃণমূলের পক্ষে টেনে নেওয়ার পিছনে কী ফ্যাক্টর কাজ করেছে, এটাই এখন চর্চার কেন্দ্র। তৃণমূলের ঘরে-বাইরে এ নিয়ে আলোচনা হচ্ছে। কেউ কেউ আবার বলছেন, শহরজুড়ে তৃণমূলের ব্যাপক সাফল্যে কার্যত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ম্যাজিক ফ্যাক্টর হিসেবে কাজ করেছে।